রোমানিয়ায় করোনা হাসপাতালে আগুন, নিহত ১০

রোমানিয়ায় করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের জন্য নির্ধারিত একটি হাসপাতালে আগুনে অন্তত ১০ জন নিহত হয়েছে। এতে গুরুতর আহত হয়েছে আরো অনেকে।

সূত্র : সিএনএন

সরকারি হাসপাতালটির নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রতে (আইসিইউ) আগুনের সূত্রপাত ঘটে। ওই আগুনের মধ্যেই রোগীদের সরানোর কাজ করতে গিয়ে পুড়ে যাওয়া একজন ডাক্তারের অবস্থা খুবই ভয়াবহ। আগুনে তার শরীরের অনেকটাই পুড়ে গেছে।

রোমানিয়ার স্বাস্থ্যমন্ত্রী নেলু তাতারু বলেন, শর্ট সার্কিট থেকে আগুনের ঘটনা ঘটে থাকতে পারে।

হাসপাতালটিতে চিকিৎসাধীন অন্যান্য করোনাক্রান্ত রোগীদের লাসি শহরের হাসপাতালগুলোতে সরিয়ে নেওয়া হয়েছে। আর গুরুতর আহত ওই চিকিৎসককে রাজধানী বুচারেস্টে নিয়ে যাওয়া হয় সামরিক প্লেনে করে।

তাতারু বলেন, ওই ডাক্তার ছাড়াও আরো অনেক কর্মী আগুনে পুড়ে আহত হয়েছে।

যে ঘরে আগুনের সূত্রপাত সেখানেই আটজনের মৃত্যু হয় আর পাশের ঘরে প্রাণ হারিয়েছে আরো দুজন।  তারা সবাই করোনাভাইরাসের চিকিৎসা নিচ্ছিলো। কেউ কেউ ভেন্টিলেশনেও ছিলো।

রোগীদের জন্য ব্যবহৃত অক্সিজেনের সংস্পর্শে এসে আগুন আরো দ্রুত ছড়িয়েছে বলে মন্তব্য করেছেন দেশটির স্বাস্থ্যমন্ত্রী।

রোমানিয়ায় মোট ৩ লাখ ৫০ হাজার মানুষ করোনাভাইরাসে আক্রান্ত। প্রাণ হারিয়েছে ৮ হাজার ৮১৩ জন।  শুক্রবার দেশটিতে একদিনে আক্রান্ত হয় ৯ হাজার ৪৮৯ জন, প্রাণ হারায় ১৭৪ জন।