বারাক ওবামা ট্রাম্পকে পরাজয় মেনে নিতে বললেন

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে জয় পেয়েছেন ডেমোক্র্যাট দলের প্রার্থী জো বাইডেন। তবে জো বাইডেনের জয় মেনে নিচ্ছেন না রিপাবলাকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। গতকাল রোববার এক টুইটে ট্রাম্প বলেন, ‘তিনি শুধু ভুয়া সংবাদমাধ্যমের দৃষ্টিতে জয়ী হয়েছেন। আমি তাঁর জয় স্বীকার করিনি। আমাদের আরো বহুদূর যেতে হবে। এটি ছিল একটি কারচুপির নির্বাচন।

সূত্র :  দ্য ওয়াশিংটন পোস্ট।

‘৬০ মিনিটস’ অনুষ্ঠানে এক সাক্ষাৎকারে সাবেক এই প্রেসিডেন্ট বলেন, ‘প্রেসিডেন্ট ট্রাম্পের এখন উচিত পরাজয় মেনে নেওয়া। যখন আপনার সময় শেষ হয়ে যায়, তখন আপনার দায়িত্ব আত্ম অহঙ্কার, স্বার্থ ও হতাশা ভুলে সবার আগে দেশকে গুরুত্ব দেওয়া।’

এদিকে গত শনিবারই নর্থ ক্যারোলাইনা ও জর্জিয়ায় ভোটের পুনর্গণনা পর্ব শেষ হয়েছে। এরই মধ্যে প্রেসিডেন্ট নির্বাচনে জো বাইডেন ৩০৬ ইলেকটোরাল কলেজ ভোটে জয় পেয়েছেন। অন্যদিকে ডোনাল্ড ট্রাম্পের ঝুলিতে মোট ২৩২টি ইলেকটোরাল ভোট পড়েছে।

প্রয়োজনের চেয়ে বেশি ইলেকটোরাল ভোট পেয়ে আগেই জয় নিশ্চিত করে রেখেছেন বাইডেন। কিন্তু তাঁকে এখনো বিজয়ী মেনে নেননি ট্রাম্প। যদিও ট্রাম্প বলেছেন, জালিয়াতির মাধ্যমে জো বাইডে জিতেছেন। এতে পরোক্ষভাবে বাইডেনকে বিজয়ী মেনেছেন ট্রাম্প। তাঁর অভিযোগ, নির্বাচনে জালিয়াতি হয়েছে