বঙ্গবন্ধুকে নিয়ে তানভীর মোকাম্মেলের প্রামাণ্যচিত্র

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন ও কর্মভিত্তিক একটি প্রামাণ্যচিত্র নির্মাণ করছেন তানভীর মোকাম্মেল। নাম ‘মধুমতী পারের মানুষটি: শেখ মুজিবুর রহমান’।

নির্মাতা জানান, প্রামাণ্যচিত্রটির শুটিং শেষ পর্যায়ে আছে। গোপালগঞ্জ, টুঙ্গিপাড়া ও ফরিদপুরে বঙ্গবন্ধুর স্মৃতিবিজড়িত জায়গাগুলোতে শুটিং করে সম্প্রতি ঢাকায় ফিরেছেন তানবীর মোকাম্মেল ও তার দল।
ফিরেই প্রস্তুতি নিচ্ছেন শেষ পর্যায়ের শুটিংয়ের। এবারের শুটিং হবে ঢাকার বিভিন্ন স্থানে, যেখানে জড়িয়ে রয়েছে বঙ্গবন্ধুর স্মৃতি।
তানভীর মোকাম্মেল বলেন, ‘আমরা এই পর্যায়ে শুটিং করতে চাই পুরনো ঢাকার কেন্দ্রীয় কারাগার, বঙ্গবন্ধুর ধানমন্ডির ৩২ নম্বর বাড়ি ও ঢাকা সেনানিবাসে। তারপরই শেষ হবে আমাদের শুটিং লক্ষ্য।
শুটিং শেষ হলেই প্রামাণ্যচিত্রটির চূড়ান্ত সম্পাদনার কাজ শুরু হবে। ব্যবস্থা করা হবে সবাইকে দেখানোর। জানালো, কিনো-আই ফিল্মস সূত্র।