ভারতের লক্ষ্য সিরিজ জয়, অস্ট্রেলিয়ার টিকে থাকা

অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম ম্যাচ জিতে তিন টি-টোয়েন্টি সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেছে সফরকারি ভারত। আগামীকাল রোববার সিডনিতে সিরিজের দ্বিতীয় ম্যাচে লড়াইয়ে নামবে দুই দল। বাংলাদেশ সময় দুপুর ২টা ১০ মিনিটে শুরু হবে ম্যাচটি।

ইএসপিএনক্রিকইনফোর খবরে জানা গেছে, বোলারদের নৈপুণ্যে প্রথম টি-টোয়েন্টিতে অস্ট্রেলিয়াকে ১১ রানে হারিয়েছে ভারত। ওপেনার লোকেশ রাহুল ও রবীন্দ্র জাদেজা দলকে লড়াই করার পুঁজি এনে দেন। রাহুল ৪০ বলে ৫১ রানের পর আর কোনো ব্যাটসম্যানই বড় ইনিংস খেলতে পারেননি। শেষ দিকে ব্যাট হাতে দারুণ একটি ঝড়ো ইনিংস খেলে ভারতকে লড়াই করার সংগ্রহ গড়ে দেন জাদেজা। ২৩ বলে পাঁচটি চার ও একটি ছক্কায় অপরাজিত ৪৪ রান করেন। তাই ২০ ওভারে সাত উইকেট হারিয়ে ১৬১ রান করে ভারত।

অস্ট্রেলিয়ার পেসার মিচেল স্টার্কের এক বাউন্সারে মাথায় বলের আঘাত পান জাদেজা। তাই দ্বিতীয় ইনিংসে আর ফিল্ডিং করতে মাঠে নামেননি তিনি। কনকাশন সাব হিসেবে মাঠে নেমে স্পিনার যুজবেন্দ্র চাহাল দারুণ খেলেন। চার ওভারে ২৫ রানে তিন উইকেট নিয়ে ম্যাচসেরা হন তিনি। অভিষেক হওয়া বাঁহাতি পেসার নটরাজনও চমক দেখিয়েছেন। চার ওভারে ৩০ রানে তিন উইকেট শিকার করেন তিনি। ভারতের দেওয়া এই লক্ষ্য টপকাতে পারেনি অস্ট্রেলিয়া। ২০ ওভারে সাত উইকেট ১৫০ রান করে অসিরা। অস্ট্রেলিয়ার পক্ষে বড় ইনিংস খেলতে পারেননি কোনো ব্যাটসম্যান। অধিনায়ক অ্যারন ফিঞ্চ ৩৫ ও ডি আর্চি ৩৪ রান করেন।

জয় দিয়ে সিরিজ শুরু করায় বেশ আত্মবিশ্বাসী ভারতীয় দল। কাল দ্বিতীয় ম্যাচেই সিরিজ জয় নিশ্চিত করতে চান ভারতের মিডলঅর্ডার ব্যাটসম্যান সঞ্জু স্যামসন। তিনি বলেন, ‘প্রথম ম্যাচে আমাদের দল দারুণ খেলেছে। বোলাররা দুর্দান্ত করেছে। তবে ব্যাটসম্যানদের আরো দায়িত্ব নিয়ে খেলতে হবে, এমনকি আমাকেও। আশা করছি, পরের ম্যাচে ব্যাটসম্যানরা বড় স্কোর করতে পারবে এবং ম্যাচ জিতব। দ্বিতীয় ম্যাচেই সিরিজ নিশ্চিত করতে চাই আমরা।’

সিরিজের শুরুটা ভালো না হলেও দ্বিতীয় ম্যাচে সাফল্যে আশাবাদী অস্ট্রেলিয়ার উইকেটরক্ষক ম্যাথু ওয়েড। তিনি বলেন, ‘ছোট ছোট ভুলের কারণে আমরা প্রথম ম্যাচ হেরেছি। এতে আমাদের আত্মবিশ্বাসে কোনো চিড় ধরেনি। সিরিজে ঘুড়ে দাঁড়াতে আমরা মুখিয়ে আছি। আশা করি পরের ম্যাচে দল জ্বলে উঠবে।’

ভারত : বিরাট কোহলি (অধিনায়ক), লোকেশ রাহুল (সহ-অধিনায়ক), শিখর ধাওয়ান, শুভমান গিল, শ্রেয়াস আইয়ার, মণীষ পাণ্ডে, হার্দিক পান্ডিয়া, মায়াঙ্ক আগারওয়াল, যুজবেন্দ্র চাহাল, কুলদীপ যাদব, জসপ্রিত বুমরাহ, মোহাম্মদ শামি, নবদীপ সাইনি ও শার্দুল ঠাকুর।

অস্ট্রেলিয়া : অ্যারন ফিঞ্চ (অধিনায়ক), প্যাট কামিন্স, সিন অ্যাবট, অ্যাস্টন আগার, অ্যালেক্স ক্যারি, ক্যামেরুন গ্রিন, জশ হ্যাজেলউড, মইসেস হেনরিকস, মার্নাস লাবুশেন, গ্লেন ম্যাক্সওয়েল, ড্যানিয়েল সামস, ডি’আর্চি, স্টিভেন স্মিথ, মিচেল স্টার্ক, মার্কুস স্টয়নিস, এন্ড্রু তাই, ম্যাথু ওয়েড ও এডাম জাম্পা।