‘আচ্ছা’ এখন ইংরেজি শব্দ

অক্সফোর্ড অ্যাডভান্সড লার্নার্স ডিকশনারির সর্বশেষ সংস্করণে ২৬টি শব্দ ‘ভারতীয় ইংরেজি শব্দ’ হিসেবে যোগ করা হয়েছে। এর মধ্যে বাঙালিদের মধ্যে বহুল প্রচলিত শব্দ ‘আচ্ছা’ও (Accha) স্থান পেয়েছে।

সূত্র : আনন্দ বাজার

অক্সফোর্ড ডিকশনারির সর্বশেষ সংস্করণে প্রায় ৩৮৪টি ভারতীয় ইংরেজি শব্দ রয়েছে। তবে এর মধ্যে নতুন সংযোজিত শব্দ ২৬টি। এর মধ্যে ২২টি ডিকশনারির প্রিন্টেড ভার্সনে আছে এবং অন্য চারটি-সহ ২৬টিই অনলাইন ভার্সনে রয়েছে।

আচ্ছা শব্দটির অর্থ হিসেবে ইংরেজিতে উল্লেখ করা হয়েছে ‘ওকে’, যা ইতিবাচকতা বোঝাতে ব্যবহার করা হয়। এছাড়া, দ্বিতীয় অর্থ হিসেবে বলা হয়, আনন্দ, আঘাত ও বিস্ময় প্রকাশ করতেও ব্যবহৃত হতে পারে শব্দটি।

এছাড়া, ‘আব্বা’, ‘চাচা’, ‘হরতাল’, ‘শাদি’, ‘দাদাগিরি’, ‘হাট’— হিন্দি, উর্দু ও বাংলায় বহুল প্রচলিত এ শব্দগুলোও সংযোজিত শব্দের তালিকায় রয়েছে।