অক্সিজেন না পেয়ে পাকিস্তানে ৬ করোনা রোগীর মৃত্যু

পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় শহর পেশোয়ারের একটি হাসপাতালে অক্সিজেন সরবরাহ বন্ধ হয়ে করোনাভাইরাসে আক্রান্ত ৬ জন রোগীর মৃত্যু হয়েছে।

সূত্র : আল জাজিরা

গতকাল রোববার খাইবার পাখতুনখাওয়া প্রদেশের খাইবার টিচিং হাসপাতালের মুখপাত্র ফরহাদ খান জানান, শনিবার রাতে হাসপাতালে অক্সিজেন সরবরাহকারীরা সময়মতো না পৌঁছানোয় ওই রোগীরা মারা যান।

ফরহাদ আরও জানান, পেশোয়ারের দ্বিতীয় বৃহত্তম এই হাসপাতালটি রাওয়ালপিন্ডির এক সরবরাহকারীর কাছ থেকে অক্সিজেন সিলিন্ডার কেনে। হাসপাতাল থেকে রাওয়ালপিন্ডির দূরত্ব প্রায় ১৯০ কিলোমিটার (১১৮ মাইল)।

রোববার ওই হাসপাতালে কয়েক ঘণ্টার মধ্যে ২০০ জনের মতো করোনা রোগীর অক্সিজেন লেভেল কমতে শুরু করে। সেই সময় গুরুতর অসুস্থ হয়ে অক্সিজেনের অভাবে ৬ জনের মৃত্যু হয়।

পাকিস্তানের পেশোয়ারের স্বাস্থ্যমন্ত্রী তৈমুর ঝাগরা এই নিয়ে টুইট করে বলেছেন, হাসপাতালের গভর্নর বোর্ডকে এই ঘটনার তদন্ত শেষ করে দায়ীদের বিরুদ্ধে ‘৪৮ ঘণ্টার মধ্যে’ ব্যবস্থা নেয়ার নির্দেশ দেয়া হয়েছে।