শীতে অসহায়দের পাশে ফুটবলার কাজী তারিক

রাজধানী ঢাকায় শীত পড়তে শুরু করেছে। দুই দিন ধরে ঠান্ডার প্রকোপ বেড়েছে। এতে করে অসহায় মানুষদের কষ্টও বেড়েছে। করোনা ও শীতের কঠিন পরিস্থিতিতে অনেকেই তাদের পাশে দাঁড়াচ্ছেন। তাদেরই একজন ফিনল্যান্ড প্রবাসী ফুটবলার কাজী তারিক রায়হান। মঙ্গলবার রাতে রাজধানীতে কিছু ছিন্নমূল মানুষের মাঝে শীতবস্ত্র ও খাবার তুলে দিয়েছেন এই ডিফেন্ডার।

ফিনল্যান্ড থেকে এসে বসুন্ধরা কিংসে খেলছেন কাজী তারিক। এছাড়া এবার প্রথমবার ডাক পেয়েছিলেন জাতীয় দলের প্রাথমিক ক্যাম্পে। কিন্তু চোটের কারণে বেশি দিন অনুশীলন করতে পারেননি। ক্যাম্প ছাড়তে হয়েছিল তাকে।

এই প্রসঙ্গে কাজী তারিক বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘আমি মনে করি, ঠান্ডার এই সময়ে তাদের উষ্ণতার প্রয়োজন। আপাতত ৫০ জনকে দেওয়া হয়েছে এই সাহায্য। আমি নিজের দায়বদ্ধতা থেকেই সহায়তা করেছি। যদি এতে করে কিছু মানুষের উপকার হয়। ভবিষ্যতে আরও সহায়তা করার দরকার হলে করবো।’