খুলনাকে এগিয়ে রাখছেন সালাউদ্দিন

গ্রুপ পর্বে ৮ ম্যাচের সাতটিতে জিতে প্লে-অফে উঠেছিল গাজী গ্রুপ চট্টগ্রাম। পুরো টুর্নামেন্টে প্রতিপক্ষের সামনে আতঙ্ক ছড়িয়েছে দলটি। কোচ মোহাম্মদ সালাউদ্দিনের তত্ত্বাবধানে ব্যাটিং-বোলিং-ফিল্ডিংয়ে অপ্রতিরোধ্য চেহারাই দেখিয়েছে তারা। প্রথম কোয়ালিফায়ারে খুলনার সঙ্গে হারলেও দ্বিতীয় সুযোগটা কাজে লাগিয়ে ঢাকাকে বিদায় করে ফাইনাল নিশ্চিত করেছে। শুক্রবার বিকেলে সাড়ে ৪টায় মাহমুদউল্লাহর জেমকন খুলনার মুখোমুখি হবে মিঠুনের চট্টগ্রাম। শিরোপার লড়াইয়ের ম্যাচে অভিজ্ঞ খুলনাকেই এগিয়ে রাখছেন চট্টগ্রামের কোচ সালাউদ্দিন।

মাশরাফি-মাহমুদউল্লাহ-ইমরুল-এনামুল-আল আমিনদের নিয়ে খুলনা দারুণ এক অভিজ্ঞ দল। চট্টগ্রামও খুব একটা পিছিয়ে নেই। লিটন-সৌম্য-মোস্তাফিজ-মিঠুনদের নিয়ে এই দলটিও দুর্দান্ত। তবুও খুলনাকেই এগিয়ে রাখছেন সালাউদ্দিন, ‘যারা ফাইনাল খেলছে, সেই দুই দলে বেশিরভাগই অভিজ্ঞ খেলোয়াড়। আমি মনে করি টি-টোয়েন্টি অভিজ্ঞ ক্রিকেটারদের খেলা। মাঠের ভেতরে যাদের যত ভালো মাথা থাকবে, তারাই ম্যাচ জিতবে। সেদিক দিয়ে খুলনা অনেক এগিয়ে আছে। কারণ তাদের বড় বড় কয়েকজন ক্রিকেটার আছে। আমাদের ছেলেদের হয়তো ওই অভিজ্ঞতা নেই, খুব বেশি ফাইনাল ম্যাচও তারা খেলেনি।’