বাইডেনের জয় অস্বীকার করবেন ১১ সিনেটর

ভোট জালিয়াতির তদন্তের জন্য কমিশন গঠন না করা হলে জো বাইডেনের জয়কে অস্বীকার করবেন বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের ১১ জন সিনেটর।

সূত্র : বিবিসি

প্রতিবেদনে জনানো হয়, নির্বাচনে অনিয়মের অভিযোগ ভিত্তিহীন হলেও তা নিরীক্ষা করতে টেড ক্রুজের নেতৃত্বাধীন ১১ সিনেটর ও নির্বাচিত-সিনেটর বাইডেনের বিজয়ের সত্যায়ন ১০ দিন পিছিয়ে দিতে চাচ্ছেন।

প্রেসিডেন্ট ট্রাম্প তার টুইটবার্তায় বলেছেন, সত্য জানার পর এরা এগিয়ে এসেছেন। আরও সত্য বেরিয়ে আসছে। দেশ এ আইনপ্রণেতাদের নাকি মনে রাখবে!

প্রেসিডেন্ট ট্রাম্প এখনও মনে করছেন, নির্বচনের ফল তিনি পাল্টে দেবেন।

যদিও ১১ সিনেটরের এই উদ্যোগ সফল হবে বলে মনে করা হচ্ছে না। কারণ এই সিনেটর ছাড়াও অধিকাংশ সিনেটরই জো বাইডেনকে প্রেসিডেন্ট হিসেবে স্বীকৃতি দিতে যাচ্ছেন। যদিও ভোটে জালিয়াতির কোনো অভিযোগের প্রমাণ এখন পর্যন্ত দিতে পারেননি।

টেড ক্রুজ এবং অন্যরা শনিবার দেয়া এক বিবৃতিতে বলেছেন, তারা ইলেকটোরাল কলেজের ভোটের ফলাফলের ওপর কংগ্রেসে আপত্তি জানাবেন। নির্বাচনের ওপর ১০ দিনের নিরীক্ষা সমাপ্ত না হওয়া পর্যন্ত তারা ফলাফল মেনে নেবেন না।

৩ নভেম্বরের নির্বাচনে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প ২৩২ ইলেক্টোরাল কলেজ ভোটের বিপরীতে বাইডেন ৩০৬ ভোটে জয় পেয়েছেন।

আগামী ২০ জানুয়ারি করোনা বিধিনিষেধ ও সামাজিক দূরত্ব মেনেই মার্কিন প্রেসিডেন্ট হিসেবে শপথ নিতে যাচ্ছেন জো বাইডেন।