২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৫০৯ জন এবং মারা গেছেন ১৫ জন : স্বাস্থ্য অধিদপ্তর

দেশে কোভিড-১৯ প্রাদুর্ভাবের শুরু থেকে আজ ৩২৭তম দিন পর্যন্ত মৃতদের মধ্যে ২৪ দশমিক ২৪ শতাংশ নারী এবং ৭৫ দশমিক ৭৬ শতাংশ পুরুষ। গত ২৪ ঘণ্টায় আরও ১৫ জনের মৃত্যুতে দেশে মোট মৃত্যু সংখ্যা আট হাজার ৮৭।

স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) ডা. নাসিমা সুলতানার সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় (অ্যান্টিজেন টেস্টসহ) ১৪ হাজার ৬৩৩টি নমুনা পরীক্ষায় ৫০৯ জন শনাক্ত হয়েছেন। এ সময় পরীক্ষার বিপরীতে শনাক্তের হার তিন দশমিক ৪৩ শতাংশ।

তবে শুরু থেকে মোট পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১৪ দশমিক ৭৭।

সরকারী ব্যবস্থাপনায় এখন পর্যন্ত ২৮ লাখ ২৭ হাজার ৩৩০টি নমুনা পরীক্ষা করা হয়েছে, বেসরকারী ব্যবস্থাপনায় পরীক্ষা হয়েছে ৭ লাখ ৮৮ হাজার ৮টি নমুনা। অর্থাৎ, মোট পরীক্ষা ৩৬ লাখ ১৫ হাজার ৩৩৮টি নমুনা। এর মধ্যে শনাক্ত হয়েছেন ৫ লাখ ৩৩ হাজার ৯৫৩ জন। তাদের মধ্যে ২৪ ঘণ্টায় ৬১১ জনসহ মোট চার লাখ ৭৮ হাজার ৫৪৬ জন সুস্থ হয়েছেন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮৯ দশমিক ৬২ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় যে ১৫ জন মৃত্যুবরণ করেছেন তাদের মধ্যে ১২ জন পুরুষ ও তিন জন নারী। তাদের সকলেরই হাসপাতালে মৃত্যু হয়েছে। তারাসহ মৃতের মোট সংখ্যা আট হাজার ৮৭। মোট শনাক্ত বিবেচনায় মৃত্যুহার এক দশমিক ৫১ শতাংশ।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, এখন পর্যন্ত ৬ হাজার ১২৭ জন পুরুষ মারা গেছেন যা মোট মৃত্যুর ৭৫ দশমিক ৭৬ শতাংশ এবং ১ হাজার ৯৬০ জন নারী মৃত্যুবরণ করেছেন যা মোট মৃত্যুর ২৪ দশমিক ২৪ শতাংশ।

বয়সভিত্তিক বিশ্লেষণে দেখা গেছে, ২৪ ঘণ্টায় করোনায় মৃত ১৫ জনের মধ্যে চল্লিশোর্ধ্ব ১ জন, পঞ্চাশোর্ধ্ব ১ জন এবং ষাটোর্ধ্ব ১৩ জন রয়েছেন। আর বিভাগওয়ারী হিসাবে ঢাকা বিভাগে ১২ জন, চট্টগ্রাম বিভাগে এক জন, খুলনা বিভাগে এক জন ও বরিশাল বিভাগে এক জন।