দিল্লির ইসরায়েলি দূতাবাসে বিস্ফোরণে ইরানি সংযোগ দেখছে তদন্তকারীরা

ভারতের রাজধানীর সুরক্ষিত এলাকায় ইসরায়েলি দূতাবাসের বাইরে বিস্ফোরণের ঘটনা তদন্ত করছে দিল্লি পুলিশের বিশেষ সেল। প্রাথমিক তদন্তে দেখা গেছে ইরান ইস্যুতে ইসরায়েলকে বার্তা দিতে শুক্রবার সন্ধ্যায় স্বল্প তীব্রতার ওই বিস্ফোরণ ঘটানো হয়। কর্মকর্তারা বলছেন, এই বিস্ফোরণের সঙ্গে বড় কোনও ষড়যন্ত্রের সংযোগ আছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে।

সূত্র : এনডিটিভির

প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে। সন্ধ্যায় দিল্লির ইসরায়েলি দূতাবাসের বাইরে বিস্ফোরণ ঘটে। দিল্লি পুলিশের এক বিবৃতিতে জানানো হয়, ইসরায়েলি দূতাবাসের বাইরে যেটি বিস্ফোরিত হয়েছে সেটি খুব কম ক্ষমতাসম্পন্ন ইম্প্রোভাইজড ডিভাইস। এটি বিস্ফোরণের পর কাছাকাছি থাকা তিনটি গাড়ির কাচ ভেঙে গেছে। ওই বিবৃতিতে বলা হয়েছে, ভয় দেখানোর উদ্দেশ্যেই বিস্ফোরণ ঘটানো হয়েছে বলে মনে হচ্ছে।

এর আগে ২০১২ সালের ফেব্রুয়ারি মাসে দিল্লির ইসরায়েলি দূতাবাসের একটি গাড়িতে বিস্ফোরণের ঘটনা ঘটে। চার জন আহত হওয়ার ওই বিস্ফোরণের সঙ্গে ইরানের সংযোগ ছিলো বলে অভিযোগ উঠেছিল। শুক্রবারের বিস্ফোরণের পিছনেও ইরান সংশ্লিষ্টতাকেই সামনে রাখছে ইসরায়েল।