মিয়ানমারে অভ্যুত্থানকারীদের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা

মিয়ানমারে সেনা অভ্যুত্থানের সঙ্গে সংশ্লিষ্ট নেতাদের ওপর নিষেধাজ্ঞা আরোপের এক নির্বাহী আদেশে স্বাক্ষর করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এই পদক্ষেপ মূলত সামরিক নেতৃত্ব, তাদের পরিবার এবং তাদের বাণিজ্যকে লক্ষ্যবস্তু বানাবে। এছাড়া যুক্তরাষ্ট্রে থাকা মিয়ানমার সরকারের একশ’ কোটি ডলার সেনাবাহিনী যেন ব্যবহার করতে না পারে তারও পদক্ষেপ নিয়েছে ওয়াশিংটন।

সূত্র : বিবিসি

গত ১ ফেব্রুয়ারি নির্বাচিত সরকারকে উৎখাত করে জান্তা সরকার ক্ষমতা দখলের পর থেকেই মিয়ানমারে ব্যাপক বিক্ষোভ অনুষ্ঠিত হচ্ছে। রাজপথে নেমে আসছে হাজার হাজার মানুষ। গত মঙ্গলবার রাজধানী নেপিদোতে পুলিশের গুলিতে মাথায় আঘাত পেয়েছেন এক নারী। মিয়া থোয়ে খিয়াং নামের ওই নারী বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন। মিয়ানমারের পুলিশ বিক্ষোভকারীদের ওপর বলপ্রয়োগ বাড়াতে থাকায় আরও অনেকে গুরুতর আহত হলেও এখন পর্যন্ত কেউ মারা যায়নি।