নেপালে নিষিদ্ধ হলেন দুই ভারতীয় পর্বতারোহী

মাউন্ট এভারেস্টের চূড়ায় ওঠা নিয়ে ভুয়া তথ্য দেওয়ায় ভারতের দুই পর্বতারোহী এবং তাদের দলনেতাকে ছয় বছরের জন্য নিষিদ্ধ করেছে নেপাল। এসব পর্বতারোহী এই সময়ের মধ্যে নেপালের আর কোনও পর্বতে আরোহণ করতে পারবেন না।

সূত্র : বিবিসি

২০১৬ সালে ভারতের দুই পর্বতারোহী নরেন্দর সিং যাদব এবং সীমা রানি গোস্বামীকে এভারেস্টের চূড়ায় ওঠার প্রত্যয়ন দেয় নেপালের পর্যটন দফতর। তবে যাদব একটি পুরস্কারের জন্য মনোনীত হওয়ার পর তারা চূড়ায় ওঠার প্রমাণ উপস্থাপনে ব্যর্থ হন। আর এনিয়ে তদন্তের পরই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয় নেপালের কর্তৃপক্ষ।

তদন্তের পর নরেন্দর সিং যাদব এবং সীমা রানি গোস্বামীকে দেওয়া প্রত্যয়ন প্রত্যাহার করে নিয়েছে নেপালের পর্যটন মন্ত্রণালয়। এছাড়া তাদের অভিযানের আয়োজক কোম্পানিকেও জরিমানা করা হয়েছে।