আর কখনও টু্ইটার ব্যবহার করতে পারবেন না ট্রাম্প

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের টুইটার অ্যাকাউন্ট স্থায়ীভাবে বন্ধের পর এবার ট্রাম্প আর কখনও তা ব্যবহার করতে পারবেন না বলে ঘোষণা দিলো টুইটার কর্তৃপক্ষ।

সূত্র: ইউএস টুডে, এনবিসি নিউজ

এর আগে, ক্যাপিটল হিলে হামলার ঘটনায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ট ট্রাম্পকে টুইটার থেকে স্থায়ীভাবে নিষিদ্ধ করা হয়। তখন টুইটারের তরফ থেকে বলা হয়েছিলো: ভবিষ্যতে সহিংসতা উস্কে দেবার ঝুঁকি থাকার কারণে এটা করা হয়েছে।

টুইটার আরও বলেছিলো: @realDonaldTrump অ্যাকাউন্ট থেকে টুইট গুলো গভীর পর্যবেক্ষণ এবং সেটাকে ঘিরে যে প্রেক্ষাপট তৈরি হয়েছে তার ভিত্তিতে তারা অ্যাকাউন্টটি বন্ধের সিদ্ধান্ত নিয়েছেন।

প্রথমে ট্রাম্পের টুইটার অ্যাকাউন্টটি ১২ ঘন্টার জন্য সাময়িক বন্ধ করে কর্তৃপক্ষ। তখন বলা হয়েছিলো, তারা ট্রাম্পকে চিরস্থায়ীভাবে নিষিদ্ধ করবে যদি সে টুইটারের নিয়মনীতি ভঙ্গ করে থাকে। এবার টুইটারের পক্ষ থেকে এই ঘোষণা এলো।