বাংলাদেশের বোলারদের পরীক্ষায় ফেলেছে শ্রীলঙ্কা

শুরুর আট ওভারের মধ্যেই চার বোলার ব্যবহার করেছেন মুমিনুল হক। ভিন্ন পরিকল্পনায় শুরুতে সফল হতে পারেননি বাংলাদেশ অধিনায়ক। ক্যান্ডিতে স্বাগতিক শ্রীলঙ্কার ওপেনিং জুটি সফরকারী বোলারদের অনেকক্ষণ অপেক্ষায় রেখে বিচ্ছিন্ন হয়েছেন শতরান উপহার দিয়ে।

দলীয় ১১৪ রানের মাথায় লাহিরু থিরিমান্নেকে সাজঘরে পাঠিয়েছেন মেহেদী হাসান মিরাজ। এলবিডব্লিউ হওয়ার আগে এ ব্যাটসম্যান করেন ৫৮ রান। ১২৫ বলের ইনিংসে চারের মার ছিল আটটি।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত শ্রীলঙ্কার সংগ্রহ ১ উইকেট হারিয়ে ১৪১ রান। স্বাগতিকরা ব্যাট করেছেন ৪৬ ওভার। দিমুথ করুনারত্নে ৫২ ও ফার্নান্দো ১৮ রানে অপরাজিত আছেন।

পাল্লেকেল আন্তর্জাতিক স্টেডিয়ামের সিরিজের প্রথম টেস্টে বাংলাদেশ দল ৭ উইকেট হারিয়ে ৫৪১ রান তুলে ইনিংস ঘোষণা করে। তৃতীয় দিনের লাঞ্চ বিরতির ৩০ মিনিট আগে ব্যাট করতে নামে শ্রীলঙ্কা।