তাসকিনের কষ্টের ‘ফল’ পাচ্ছেন মুমিনুল

ক্যান্ডি টেস্টের আগে তাসকিন আহমেদ তার সর্বশেষ টেস্ট খেলেছিলেন তিন বছর আগে। চোট এবং ফর্মহীনতার কারণে আগের ৫ টেস্টেই আটকে ছিল তার ক্যারিয়ার। তবে পুরনো সময়কে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে নিজের ষষ্ঠ টেস্টে খেলতে নেমেই বাজিমাত করলেন। ক্যান্ডির ‘মরা’ উইকেটে বাংলাদেশের পেসারদের মধ্যে তাসকিনই কেবল কিছুটা ভীতি ছড়াতে পেরেছেন। তাসকিনের এই আগ্রাসী বোলিং দেখে মুগ্ধ মুমিনুল।

ক্যান্ডি টেস্টে বল করেছেন তিনি ৩০ ওভার। তাতে তিনি নিজের ফিটনেসের মানও প্রমাণ করেছেন। ১১২ রান খরচ করে দলের সর্বোচ্চ তিনটি উইকেট নিয়েছেন এই পেসার। রবিবার ম্যাচ ড্রয়ের পর ভার্চুয়াল সংবাদ সম্মেলনে মুমিনুল বলেছেন, ‘ওর (তাসকিন) বোলিং দেখে মনেই হয়নি এই টেস্ট নিয়ে ও মাত্র ৬টা টেস্ট খেলেছে। কোনোভাবেই মনে হয়নি মাত্র ৬ টেস্ট খেলা খেলোয়াড়।