ভারতে করোনা হাসপাতালে অগ্নিকাণ্ডে নিহত ১৮

ভারতের গুজরাটের একটি করোনা হাসপাতালে অগ্নিকাণ্ডে অন্তত ১৮ রোগীর মৃত্যু হয়েছে। শনিবার (০১ মে) অগ্নিকাণ্ডের ঘটনায় তাদের মৃত্যু হয়। 

খবরে বলা হয়, বারুচের ওয়েলফেয়ার হাসপাতালে এ দুর্ঘটনা ঘটে। এতে অন্তত ১৮ জনের মৃত্যু হয়েছে। যারা করোনা আক্রান্ত হয়ে চিকিৎসা নিচ্ছিলেন। রাত ১টার দিকে যখন আগুন লাগে সেখানে আরও ৫০ জনের মতো রোগী ছিল। স্থানীয়রা এবং উদ্ধারকর্মীরা মিলে তাদের নিরাপদ জায়গায় সরিয়ে নেন।

এক পুলিশ কর্মকর্তার বরাত দিয়ে খবরে বলা হয়, সকাল সাড়ে ৬টায় এ ঘটনায় মৃত্যুর সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ১৮ জনে।

এর আগে বারুচের এসপি রাজেন্দ্র সিং চুদাসামা জানিয়েছিলেন, আগুন লাগার ঘটনায় ১২ জনের মৃত্যু হয়েছে।

পরে বাকি ৬ জনের মৃত্যু এ হাসপাতালে না অন্য কোথাও হয়েছে সে বিষয়ে বিস্তারিত জানা যায়নি।

ভারুচ-জাম্বুসর মহাসড়কের পাশে অবস্থিত চারতলা এই হাসপাতালটিতে করোনা রোগীদের চিকিৎসা দেওয়া হচ্ছিল।