শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজের দলে সাকিব-মোস্তাফিজ

ক্যান্ডির পাল্লেকেলেতে টেস্ট সিরিজ শেষে ঈদুল ফিতরের পর তিনটি ওয়ানডে খেলতে বাংলাদেশ সফরে আসবে শ্রীলঙ্কা। আসন্ন সিরিজের জন্য প্রাথমিক দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দলে ফিরেছেন আইপিএল খেলতে ভারতে থাকা সাকিব আল হাসান ও মোস্তাফিজুর রহমান।

২৩ মে মিরপুরে বাংলাদেশ-শ্রীলঙ্কা প্রথম ওয়ানডে শুরু হওয়ার কথা। জাতীয় দলের অ্যাসাইনমেন্টে যোগ দিতে হলে সাকিব-মোস্তাফিজকে বিসর্জন দিতে হবে আইপিএলের প্লে-অফ রাউন্ড। যেটি শুরু হওয়ার কথা ২৫ মে।

আর আইপিএল ফাইনাল ৩০ মে। যদিও সাকিবের কলকাতা ও মোস্তাফিজের রাজস্থান প্লে-অফে উঠার মতো অবস্থায় আপাতত নেই। ২৩ সদস্যের প্রাথমিক দলে ডাক পাওয়াদের একাংশের অনুশীলন (যারা দেশে আছেন) শুরু হবে আগামীকাল রোববার দুপুর ২টা থেকে।

প্রাথমিক দল: তামিম ইকবাল, নাইম শেখ, ইমরুল কায়েস, লিটন কুমার দাস, সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মো. মিঠুন, মাহমুদউল্লাহ রিয়াদ, আফিফ হোসেন, মোসাদ্দেক হোসেন, শেখ মেহেদি, মেহেদি হাসান মিরাজ, তাইজুল ইসলাম, নাসুম আহমেদ, সাইফ উদ্দিন, মোস্তাফিজুর রহমান, রুবেল হোসেন, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, শরিফুল ইসলাম, শহিদুল ইসলাম।