ভূমধ্যসাগরে ১৭ বাংলাদেশির মৃত্যু

ভূমধ্যসাগরে ডুবে গেলেন ১৭ জন বাংলাদেশি অভিবাসনপ্রত্যাশী। লিবিয়া থেকে ইটালি যাওয়ার পথে ভূমধ্যসাগরে এই দুর্ঘটনা ঘটে। ৩৮০ জনকে টিউনিশিয়ার কোস্টগার্ড উদ্ধার করতে পেরেছে বলে সংবাদ সংস্থা রয়টার্সকে জানিয়েছে সে দেশের কোস্টগার্ড।

লিবিয়ার উত্তর-পশ্চিম উপকূল জুয়ারা থেকে শরণার্থীদের নিয়ে রওনা হয়েছিল নৌকাটি। সিরিয়া, মিশর, সুদান, এরিট্রিয়া, মালি এবং বাংলাদেশের শরণার্থীরা ছিলেন ওই নৌকায়। ভূমধ্যসাগর দিয়ে যাওয়ার সময় টিউনিশিয়ার কাছে নৌকাটি ডুবে যেতে শুরু করে। তখনই ১৭ জন বাংলাদেশি যাত্রী ডুবে যান বলে জানা গিয়েছে। টিউনিশিয়ার কোস্টগার্ড ৩৮০ জনকে দ্রুত উদ্ধার করে।

টিউনিশিয়ার উপকূলে নৌকাডুবি নতুন ঘটনা নয়। ভূমধ্যসাগর ধরে লিবিয়া থেকে ইটালির পথ শরণার্থীদের পছন্দের পথ। গত কয়েকবছরে এই পথ ধরে বহু মানুষ ইউরোপে যাওয়ার চেষ্টা করেছেন বলে মানবাধিকার সংগঠনগুলির দাবি। গত কিছুদিন আবহাওয়া ভালো ছিল না বলে যাতায়াতও বন্ধ ছিল। আবহাওয়া একটু ভালো হওয়ায় এই নৌকাটি সাগরে পাড়ি দেয় বলে জানা গেছে।