পদত্যাগ করে দেশ ছেড়েছেন আফগান অর্থমন্ত্রী খালিদ পায়েন্দা

পদত্যাগ করে দেশ ছেড়ে গেছেন আফগানিস্তানের ভারপ্রাপ্ত অর্থমন্ত্রী খালিদ পায়েন্দা। ব্লুমবার্গ মিডিয়া নেটওয়ার্কের খবরে বলা হয়েছে, আফগানিস্তানের গুরুত্বপূর্ণ কাস্টমস পোস্টগুলো তালেবান দখল করে নিলে দেশটির রাজস্ব আয়ে ব্যাপক ধস নামতে থাকার মধ্যেই পদত্যাগ করলেন অর্থমন্ত্রী।

সূত্র : বিবিসি

আফগান অর্থ মন্ত্রণালয়ের মুখপাত্র মোহাম্মদ রাফি তাবে ব্লুমবার্গকে বলেছেন, পায়েন্দা পদত্যাগ করে দেশ ছেড়েছেন। কারণ, কাস্টমস পোস্টের নিয়ন্ত্রণ হারানোর পর আফগানিস্তান রাজস্ব হারানোর চাপে রয়েছে। দেশ ছাড়ার অন্য কারণ হিসেবে তিনি নিরাপত্তা পরিস্থিতির অবনতি এবং অসুস্থ স্ত্রীকে নিয়ে ভ্রমণের কথা উল্লেখ করেছেন।