ব্রিটেন আফগানিস্তানে ৬০০ সেনা পাঠাচ্ছে

তালেবানের উত্থানের ফলে আফগানিস্তানে অবস্থানরত ব্রিটিশ নাগরিকদের সহযোগিতার জন্য ৬০০ সেনা পাঠাচ্ছে ব্রিটেন। শুক্রবার ব্রিটিশ সরকার এই ঘোষণা দিয়েছে। তালেবান দেশটির দ্বিতীয় বৃহত্তম শহর কান্দাহার এবং গজনি ও হেরাত দখলের পর এই পদক্ষেপ নিলো ব্রিটেন। 

সূত্র : বিবিসি

খবরে বলা হয়েছে, এই সেনারা আফগানিস্তানে অবস্থানরত ব্রিটিশ নাগরিক, আফগান কর্মী ও দোভাষীদের স্থানান্তরে সহযোগিতা করবে।

ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী বেন ওয়ালেস জানান, ব্রিটিশ নাগরিক, সামরিক ব্যক্তি ও সাবেক আফগানকর্মীদের সুরক্ষা সরকারের প্রথম অগ্রাধিকার। তাদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় সবকিছু করতে হবে।

তিনি আরও জানান, এই সেনা মোতায়েন এখনও প্রাক-পরিকল্পনা পর্যায়ে রয়েছে। আফগানিস্তানে সহিংসতা ও দ্রুত নিরাপত্তা পরিস্থিতি অবনতির কারণে এই সেনাদের পাঠানো হবে।

আফগানিস্তানে নিযুক্ত রাষ্ট্রদূত স্যা ল্যরি ব্রিসটো ছোট একটি দলের নেতৃত্ব দিচ্ছেন। এই দলটি ব্রিটিশ নাগরিকদের কাবুলে আরও সুরক্ষিত স্থানে সরিয়ে নিয়ে যাবে।