বন্যায় বিপর্যস্ত ভারতের অনেক জায়গা, মৃত্যু বেড়ে ৩০

ভারতের দক্ষিণ-পূর্ব উপকূলীয় রাজ্য অন্ধ্র প্রদেশে অব্যাহত ভারী বৃষ্টিপাতে বন্যায় বাস্তচ্যুত হয়ে পড়েছেন কয়েক হাজার মানুষ। দুর্যোপপূর্ণ আবহাওয়ায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩০ জনে। পথঘাট তলিয়ে যাওয়া ও ভূমিধসের কারণে অনেক জায়গার যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হওয়ায় বিপাকে পড়েছেন বন্যা কবলিত মানুষ।

সূত্র : আনন্দ বাজার

গত কয়েক দিন ধরেই বৃষ্টিপাত অব্যাহত রয়েছে এই রাজ্যে। কখনও থেমে থেমে কখনও বা মুষলধারে। এতে নতুন করে চিত্তর, কাদাপা, অনন্তপুর এবং নেল্লোরে আকস্মিক বন্যায় জনজীবন অনেকটাই থমকে গেছে। ভারতীয় সংবাদমাধ্যমগুলো বলছে, কয়েক হাজার গ্রামের রাস্তা পানিতে তলিয়ে যাওয়ায় ভোগান্তি বেড়েছে। এমন অবস্থায় মৃত্যুর সংখ্যাও বাড়ছে। শেষ খবর পাওয়া এ পর্যন্ত ৩৩ জন মারা গেছেন। এছাড়া অন্তত ১২ নিখোঁজ রয়েছে।