হাই নয়, ইভিএম লো লেভেলের টেকনোলজি: জাফর ইকবাল

বিশিষ্ট শিক্ষাবিদ ড. মুহম্মদ জাফর ইকবাল বলেছেন, ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) সম্পর্কে বলা হচ্ছে—এটা নাকি অনেক হাই লেভেলের টেকনোলজি৷ আসলে তা না। এটার টেকনোলজি খুবই লো লেভেলের। এখন তো অনেক হাইটেক জিনিসপত্র আছে। আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ইভিএম নিয়ে প্রজেক্ট করে।

রবিবার (১৩ মার্চ) বিকালে রাজধানীর নির্বাচন ভবনে কাজী হাবিবুল আউয়াল নেতৃত্বাধীন নির্বাচন কমিশনের আমন্ত্রণে ইসির সংলাপে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

আমি নিরপেক্ষতাকে ভয় পাই উল্লেখ করে তিনি বলেন, আমি স্বপ্ন দেখি, একদিন এমন নির্বাচন হবে যেখানে জয়ী দল এবং হারা দল—দুটাই মুক্তিযুদ্ধের পক্ষের হবে।