হোয়াইটচ্যাপেল স্টেশনে বাংলায় নামফলকে খুশি মমতা

সম্প্রতি লন্ডনের হোয়াইটচ্যাপেল স্টেশনের সাইনবোর্ডে স্থান করে নিয়েছে বাংলা। লন্ডনের ট্রান্সফোর্ড ফর লন্ডন অথরিটির সিদ্ধান্তের প্রেক্ষিতে ইংরেজির পাশাপাশি বাংলায় নামকরণ করা হয়েছে। আর এই খবর প্রকাশ্যে আসতেই নিজের ভাষা নিয়ে গর্বিত পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

সূত্র : আনন্দ বাজার

এক টুইট বার্তায় মমতা বলেন, এই ঘটনা প্রমাণ করে যে বিশ্বে গুরুত্ব বাড়ছে বাংলার। পাশাপাশি এটা বাংলার ঐতিহ্য ও সংস্কৃতির জয় বলেও উল্লেখ করেন মমতা।

হোয়াইটচ্যাপেল স্টেশন

মমতা আরও লেখেন, ‘এটা দেখায় যে প্রবাসীদের অভিন্ন সাংস্কৃতিক দিক নির্দেশনায় এক সঙ্গে কাজ করা উচিত। এটা আমাদের সংস্কৃতি ও ঐতিহ্যের বিজয়’।