মানসিক অস্থিরতায় ভুগছেন কনা

ইউরোপ-আমেরিকার মতো না হলেও বাংলাদেশেও করোনাভাইরাসের থাবা ক্রমেই ভয়ংকর হয়ে উঠছে। এই মরণ ভাইরাস থেকে বাঁচতে দেশের প্রতিটি নাগরিককে ঘরে থাকার নির্দেশ দিয়েছে সরকার। সেই নিয়ম মেনে সাধারণ মানুষের মতো নিজেদের ঘরে বন্দি করে ফেলেছেন বিনোদন তারকারাও। ঘরবন্দি এই অলস সময়টা তারা নানা সৃষ্টিশীল কাজ করে পার করছেন।

তবে ঘরবন্দি এই জীবন ভালো লাগছে না জনপ্রিয় কণ্ঠশিল্পী দিলশাদ নাহার কনার। ঘরে থেকে থেকে মানসিক অস্থিরতায় ভুগছেন তিনি। সম্প্রতি একটি সাক্ষাৎকারে এ কথা জানান গায়িকা।

কনার কথায়, ‘মানসিক অস্থিরতার মধ্যে আছি। এর আগে দুদিনের বেশি ঘরে থাকিনি। এখন টানা ঘরে আছি। শুরুতে তো ভয়ও পাচ্ছিলাম। এমন ভয় আগে কখনো পাইনি। পৃথিবীজুড়ে এসব কী হচ্ছে! আমরা কোথায় আছি, এই ভয়ংকর পরিস্থিতির শেষ কবে। ভাবতে গেলে সবকিছু এলোমেলো হয়ে যাচ্ছে। তবে কিছুদিন হলো খানিকটা স্বাভাবিক হয়েছি। সিনেমা দেখছি, গান শুনছি।’

কিন্তু নিজেকে চাপমুক্ত রাখতে কোন ধরনের সিনেমা দেখছেন কনা? গায়িকা জানান, তিনি যতটা পারছেন কমেডি ধাঁচের সিনেমাগুলো দেখছেন। তার মতে, ‘পরিস্থিতির সঙ্গে খাপ খাওয়ানোর চেষ্টা করছি। ঘরবন্দি জীবনের এই অস্থিরতা কাটাতে হাসির সিনেমা ওষুধের মতো কাজ করে। সবারই বাড়িতে এরকম হাসি-খুশির মধ্যে থাকা উচিত। তাহলে কিছুটা হলেও মানসিকভাবে চাঙা থাকা যাবে।’