ঢাকা ছাড়লেন অভিনেত্রী রুহি

করোনাভাইরাসের তাণ্ডবে দিশেহারা বিশ্ববাসী। এ পরিস্থিতিতে যুক্তরাজ্যের উদ্দেশ্যে ঢাকা ছাড়লেন মডেল-অভিনেত্রী দিলরুবা ইয়াসমিন রুহি।

আজ মঙ্গলবার সন্ধ্যায় হযরত শাহ্জালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে একটি ফ্লাইটে দুই শিশু সন্তানকে সঙ্গে নিয়ে ঢাকা ত্যাগ করেন তিনি।

এ প্রসঙ্গে রুহি বলেন, ‘এই সময়ে ঢাকা ছেড়ে যেতে খুব কষ্ট হচ্ছে। কিন্তু লন্ডনে ফিরে না গিয়েও উপায় নেই। আমার প্রিয় শহর ঢাকা যেন নিরাপদ থাকে, সবাই যেন নিরাপদে থাকে এই দোয়া করি। আর সবাই আমাদের জন্যও দোয়া করবেন।’

বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ নির্মাতা মনসুর আলী পরিচালিত ‘একাত্তরের সংগ্রাম’ সিনেমায় অভিনয় করেন রুহি। আর এই কাজের সূত্রেই তাদের পরিচয়। তারপর মনের লেনাদেনা। সর্বশেষ ২০১৪ সালের ৩ সেপ্টেম্বর বিবাহ বন্ধনে আবদ্ধ হন রুহি-মনসুর। তারপর থেকে স্থায়ীভাবে লন্ডনে বসবাস করছেন রুহি। সম্প্রতি দুই পুত্রকে নিয়ে ঢাকায় বেড়াতে এসেছিলেন এই অভিনেত্রী।

রুহি ২০০৭ সালে টেলিভিশনে অভিনয় শুরু করেন। তার অভিনীত প্রথম নাটক ছিল রবীন্দ্রনাথ ঠাকুরের ছোটগল্প অবলম্বনে নির্মিত ‘অপরিচিতা’। এটি পরিচালনা করেন আহমেদ সুস্ময়। শহীদুজ্জামান সেলিম পরিচালিত ‘বৃত্তের ভিতরে একা’, আহমেদ সুস্ময় পরিচালিত ‘স্বপ্নমুখ’, রিপন নবীর ‘অচেনা মানুষ’, গিয়াস উদ্দিন সেলিম পরিচালিত ‘অবগুণ্ঠন’ ও ‘লাভ’ নাটকে অভিনয় করেন। তবে ‘অবগুণ্ঠন’ নাটকটি তাকে জনপ্রিয়তা এনে দেয়।