১ টাকার ইফতারে খিচুড়ি, মাংস ও খেজুর

মাগুরায় দরিদ্র কর্মহীনদের জন্য ১ টাকায় খিচুড়ি, মুরগির মাংস ও খেজুর দিয়ে ইফতার কর্মসূচি চালু করেছে ‘কোভিড-১৯ করোনা যোদ্ধা মাগুরা’ নামের একটি ফেসবুক গ্রুপ।

সোমবার বিকেলে মাগুরা সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজের সামনে আনুষ্ঠানিকভাবে এ কর্মসূচি শুরু হয়েছে।

আয়োজকরা বলছেন, প্রতিদিন মাগুরা পৌর এলাকার বিভিন্ন ওয়ার্ডের ১০০ জনকে নিয়মিতভাবে এই ইফতার সামগ্রী দেয়া হবে।

প্রথম দিন দেয়া ইফতারের মধ্যে ছিল খিচুড়ি, মুরগির মাংস ও খেজুর বলে জানিয়েছেন এ কর্মসূচির সাথে সম্পৃক্ত হ্যাপি খান ও আসিফ খান শাকিল।

তারা জানান, অসহায় দরিদ্র মানুষের কথা বিবেচনায় রেখে এ কার্যক্রম চালু করা হয়েছে। পুরো রমজান মাস ধরে অব্যাহত থাকবে। ফেসবুক গ্রুপে থাকা বন্ধুরাসহ অনেকে এখানে অর্থায়ন করছেন।

ছেন মীর মেহেদী হাসান রুবেল, রাজিব শিকদার, আব্দুল্লাহ আত তারেক, তামান্না ফেরদৌস, কাজী ফারজানা ঝুমুর, নাজির আহমেদ, ওয়াহিদুর চঞ্চল, রাশেদুজ্জামান রনি, মীর রাশেদুল হক প্রমুখ ।

উদ্যোক্তারা জানান, চলমান করোনা পরিস্থিতিতে নিজেদের পাশাপাশি বন্ধু ও পরিচিতজনদের সহযোগিতায় তিন দফায় প্রায় তিনশো পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে এই গ্রুপের মাধ্যমে।

এছাড়াও ভায়নাসহ শহরের কয়েকটি কাঁচা বাজারে হ্যান্ড স্যানিটাইজার ও সাবান বিতরণের পাশাপাশি শহরের বিভিন্ন এলাকায় জীবাণুনাশক স্প্রে কার্যক্রম চলমান রয়েছে।

সামাজিক দায়বদ্ধতা থেকে এসব উদ্যোগ নেওয়া হয়েছে। করোনাভাইরাস সংকট যতদিন থাকবে, ততদিন স্বল্প পরিসরে হলেও মানুষের পাশে থাকার চেষ্টা করবেন বলে জানান উদ্যোক্তরা।