সিনেমাতেই বেঁচে থাকবেন ইরফান খান

আশির দশকের একেবারের মাঝামাঝি সময়ে অভিনয়ে পা রেখেছিলেন ইরফান খান। টেলিভিশন দিয়ে শুরু হলেও সে দশকের শেষে সুযোগ পান মীরা নয়্যারের বিখ্যাত ছবি ‘সালাম বোম্বে’-তে। পাল্টে যায় সবকিছু। এরপর থেকেই নিয়মিত সিনেমায় তাঁর পথচলা!

প্রায় সাড়ে তিন দশকের অভিনয় ক্যারিয়ার, অথচ তাঁর বয়স হয়েছিলো মাত্র ৫৩ বছর! এরমধ্যে প্রায় অর্ধশত সিনেমা করেছেন তিনি। হিন্দি ছাড়াও আঞ্চলিক ভাষার ছবিতেও দেখা গেছে তাঁকে। অভিনয় করেছেন হলিউডের অস্কারজয়ী স্লামডগ মিলিয়নিয়ার ও লাইফ অব পাইয়ের মতো বেশ কয়েকটি সিনেমায়।

এমনিতেই বাংলাদেশের দর্শকের কাছে ভীষণ প্রিয় ছিলেন ইরফান। তারউপর ২০১৭ সালে প্রথমবারের মতো বাংলা ছবিতে অভিনয় করেন তিনি। মোস্তফা সরয়ার ফারুকী পরিচালিত ‘ডুব’ নামের ছবিতে অভিনয় তাঁর ক্যারিয়ারে কতোটা সাফল্য যোগ হয়েছে, তা হয়তো সময়ই বলে দিবে! তবে এই ছবি ইরফানকে বাংলাদেশের দর্শকদের যেনো হৃদয়ের আরো কাছাকাছি নিয়ে আসে। অন্তত তাঁর মৃত্যুর পর সোশাল মিডিয়ায় তাঁকে শ্রদ্ধা জানানোর দৃশ্য এমনটাই বলে দেয়।

তাঁর মৃত্যর পর আইএমডিবি থেকে শুরু করে ভারতীয় গণমাধ্যমগুলো ইরফানের সেরা ছবির তালিকা প্রকাশ করছেন। অনেকেই ব্যক্তিগত তালিকাও দিচ্ছেন। সবাই বলছেন, ব্যক্তি ইরফান মারা গেছেন কিন্তু শিল্পী ইরফান টিকে থাকবেন তাঁর অসাধারণ সব সিনেমার মধ্য দিয়ে। শিল্পী ইরফানের প্রয়াণ দিনে এমন কিছু ছবির তালিকা থাকলো এখানে:

দ্য লাঞ্চবক্স (২০১৩):

মকবুল (২০০৩):

পিকু (২০১৫) :

তালওয়ার (২০১৫):

হিন্দি মিডিয়াম (২০১৭):

ডুব (২০১৭):