‘ইতিহাস লেখা’ ব্যাট নিলামে তুলছেন মোসাদ্দেক

করোনাভাইরাস সংক্রমণের প্রভাবে সৃষ্ট দুর্যোগে অসহায় হয়ে পড়া মানুষের পাশে দাঁড়াচ্ছেন অনেকেই। দেশের ক্রিকেটাররা নিলামে তুলতে শুরু করেছেন প্রিয় ও ঐতিহাসিক মুহূর্তের স্মারক। সে যাত্রায় যোগ দিলেন মোসাদ্দেক হোসেন সৈকত। যে ব্যাটে অসাধারণ এক ইনিংস খেলে প্রথমবার কোনো টুর্নামেন্টে বাংলাদেশকে এনে দিয়েছেন শিরোপা, সেটিই নিলামে তুলছেন টাইগার অলরাউন্ডার।

নিজের অফিসিয়াল ফেসবুক পেজে মোসাদ্দেক লিখেছেন, ‘এ ব্যাটে একটা ইতিহাস লেখা আছে। আমি এ ব্যাটে আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজে অপরাজিত ফিফটিতে দেশকে প্রথম শিরোপা জিততে অবদান রেখেছিলাম। এ ব্যাটের গল্পটা এখনই শেষ নয়। এ ব্যাট নিয়ে আমি লড়াই করতে চাই করোনার বিরুদ্ধে। তাই সিদ্ধান্ত নিয়েছি ব্যাটটা নিলামের। এ ব্যাট বিক্রির পুরো টাকা ব্যয় হবে করোনা আক্রান্তদের জন্য।’

গত বছরের ইংল্যান্ড বিশ্বকাপ শুরুর আগে আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজের ফাইনালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বিধ্বংসী ইনিংসটি খেলেছিলেন মোসাদ্দেক। ২৪ বলে ৫২ রানের ইনিংসে জয়ের পথ সহজেই পাড়ি দেয় বাংলাদেশ। ২০ বলে পঞ্চাশ ছুঁয়ে বাংলাদেশের দ্রুততম হাফ-সেঞ্চুরির রেকর্ড গড়েন মোসাদ্দেক। তার ব্যাটেই টাইগার ক্রিকেটে লেখা হয়ে প্রথমবার কোনো টুর্নামেন্টে শিরোপা জয়ের ইতিহাস।

করোনার কারণে অসহায় হয়ে পড়া মানুষের পাশে মোসাদ্দেক দাঁড়িয়েছেন শুরু থেকেই। কিছুদিন আগে নিজ এলাকা ময়মনসিংহে বেশ কয়েকজন তৃতীয় লিঙ্গের মানুষের হাতে নিত্য প্রয়োজনীয় খাদ্য দ্রব্যাদি তুলে দেন। তার আগেও দরিদ্র মানুষের সহায়তায় বাড়িয়ে দেন সহায়তার হাত।