দম নিতে ঘরের বাইরে যাবেন মার্কিন সংগীত তারকা ম্যাডোনা

১৪ দিন ধরে ঘরের বাইরে পা ফেলেননি মার্কিন সংগীত তারকা ম্যাডোনা। তবে এবার তিনি মুক্ত বাতাসে বুক ভরে নিঃশ্বাস নেয়ার জন্য কিছু সময় ঘরের বাইরে থাকার পরিকল্পনা করেছেন। কারণ অ্যান্টিবডি টেস্টে তার রিপোর্ট পজিটিভ এসেছে।

৬১ বছর বয়সী এই তারকা বৃহস্পতিবার ইনস্টাগ্রামে একটি ভিডিও শেয়ার করেছেন। ‘কোয়ারেন্টাইন ডায়রিজ নম্বর ১৪’ শিরোনামের ওই ভিডিওতে তিনি বলেছেন, ‘আমি টেস্টটি করেছি। জানলাম আমার অ্যান্টিবডি আছে। তাই আগামীকাল আমি গাড়ি নিয়ে লং ড্রাইভে বের হবো। জানালার কাজ নামিয়ে কোভিড-১৯ বাতাসে নিঃশ্বাস নেব। আমি বিশ্বাস করি সূর্য আলো ছড়ানো শুরু করেছে।’

ভিডিওর শেষে তিনি বলেন, ‘আগামী কাল আমার জেগে ওঠার আরেকটি দিন, তবে ভিন্ন অনুভূতি নিয়ে।’

করোনাভাইরাস মোকাবেলায় বিল গেটসের বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশনের সঙ্গে কাজ করছেন ম্যাডোনা। জানিয়েছেন, করোনার প্রতিষেধক তৈরির জন্য তিনি এই ফাউন্ডেশনের পাশে থেকে সবধরনের সহায়তা করবেন।

করোনাভাইরাসের কারণে কিছুদিন আগে প্যারিসের দুটি কনসার্ট বাতিল করতে হয়েছে ম্যাডোনাকে।