ইতালিতে ফিরে আবারো কোয়ারেন্টাইনে রোনালদো

ইতালিতে ফিরলেন ক্রিস্টিয়ানো রোনালদো। করোনাভাইরাসের ভয়ে দল ছেড়ে মাতৃভূমি পর্তুগালে প্রায় দুমাস লকডাউনে থাকার পর ইতালিতে এলেন জুভেন্টাস মহাতারকা। ফিরে আবারো তাকে দুসপ্তাহ কোয়ারেন্টাইনে থাকতে হচ্ছে।

ইতালিয়ান সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে, সোমবার রাত ১০.২০ মিনিটে তুরিন বিমানবন্দরে ব্যক্তিগত বিমানে সপরিবারে অবতরণ করেন পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী তারকা। সবশেষ ৮ মার্চ ইন্টার মিলানের বিপক্ষে ২-০ গোলে জয়ের ম্যাচে খেলেছিলেন তিনি। ম্যাচটি হয়েছিল দর্শকহীনভাবে।

সেই ম্যাচের পরপরই মায়ের অসুস্থতার খবরে পর্তুগালের মাদেইরাতে ফিরে যান রোনালদো। এরপরই ইতালিতে শুরু হয় লকডাউন। জুভেন্টাস সতীর্থ ড্যানিয়েলে রুগানির করোনায় আক্রান্তের খবরে মাদেইরাতে কোয়ারেন্টাইনে ছিলেন তিনি।

২০১৯-২০ মৌসুমের জন্য দেশের বাইরে থাকা ১০ বিদেশি ফুটবলারকে ডেকে পাঠিয়েছে জুভেন্টাস। সোমবার থেকে শুরু হয়েছে অনুশীলন। ৮ মার্চ থেকে থেমে আছে চলতি মৌসুম। অনুশীলন শুরু করা যায় এমন সবুজ সংকেতের পর আস্তে আস্তে মাঠে ফিরতে শুরু করেছে ইতালিয়ান সিরি আ’র দলগুলো।