বাংলাদেশে করোনায় মৃত্যু প্রায় ২০০

রোনাভাইরাসজনিত কোভিড-১৯ রোগে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে ১৩ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃত্যের সংখ্যা দাঁড়িয়েছে ১৯৯ জনে। এ ছাড়া গত ২৪ ঘণ্টায় আরো ৭০৬ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। এ নিয়ে দেশে মোট ১২ হাজার ৪২৫ জন করোনায় আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে।

আজ বৃহস্পতিবার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তর আয়োজিত নিয়মিত বুলেটিনে অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা বক্তব্য এবং পরে অধিদপ্তর থেকে পাঠানো একটি প্রেস রিলিজে এসব তথ্য জানানো হয়।

দুপুরে অধিদপ্তরের নিয়মিত অনলাইন বুলেটিনের সময় অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা আক্রান্তের সংখ্যা জানালেও মৃতের সংখ্যা জানাতে পারেননি। এ সময় তিনি বলেছিলেন, ‘আমরা এই মুহূর্তে মৃত্যুর তথ্যটা আপনাদের দিতে পারছি না। এটা আমরা প্রেস রিলিজে দিয়ে দেব।’

পরে এনটিভি অনলাইনের পক্ষ থেকে অধ্যাপক ডা. নাসিমা সুলতানার সঙ্গে যোগাযোগ করলে তিনি বলেন, ‘আমাদের এখন সবকিছুর পরিধি বেড়ে গেছে। আমাদের আক্রান্তের সংখ্যাও বেড়ে গেছে। ওই সময় পর্যন্ত মৃতের সঠিক সংখ্যাটা আমাদের হাতে এসে পৌঁছেনি বলে জানাতে পারিনি। আমরা প্রেস রিলিজের মাধ্যমে জানিয়ে দিচ্ছি।’

এর কিছু পরই বিকেল সাড়ে ৫টার দিকে প্রেস রিলিজ দিয়ে গত ২৪ ঘণ্টায় মৃতের তথ্য জানাল স্বাস্থ্য অধিদপ্তর।

অধ্যাপক ডা. নাসিমা সুলতানা জানান, গত ২৪ ঘণ্টায় পাঁচ হাজার ৮৬৭ জনের করোনা শনাক্তকরণ পরীক্ষা করা হয়েছে। তিনি আরো বলেন, এ ছাড়া গত ২৪ ঘণ্টায় ১৩০ জন সুস্থ হয়েছে এবং গতকাল বুধবার ৩৭৭ জন সুস্থ হয়।

অপরদিকে স্বাস্থ্য অধিদপ্তরের মৃত্যুসংক্রান্ত প্রেস রিলিজে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ১৩ জন মৃত্যুবরণ করেছেন। তাঁদের মধ্যে পুরুষ আটজন ও নারী পাঁচজন।

মৃত ব্যক্তিদের মধ্যে রাজধানী ঢাকায় ছয়জন, ঢাকা বিভাগে তিনজন এবং চট্টগ্রাম বিভাগে চারজন রয়েছে। এর মধ্যে ছয়জনের বয়স ষাটোর্ধ্ব, চারজন ৫১-৬০ বছরের মধ্যে, দুজন ৪১-৫০ বছরের মধ্যে এবং একজনের বয়স ১১-২০-এর মধ্যে।

শেষের জন (১১-২০ বছরের) ক্যান্সারে আক্রান্ত ছিলেন।