বিপিএলে দৃঢ় বন্ধনের সংস্কৃতি চান ক্রিকেটাররা

দৃঢ় বন্ধনের মাধ্যমে দলীয় সংস্কৃতি গড়ে তুলতে, একটি দলের হয়ে যাতে অন্তত দুই-তিন বছর একজন আইকন খেলোয়াড় খেলতে পারেন, সে ব্যবস্থা নিতে বিপিএল গর্ভনিং কাউন্সিলের কাছে আহ্বান জানিয়েছেন ক্রিকেটাররা। তামিম ইকবাল, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, সাকিব আল হাসান ও মাশরাফী বিন মোর্ত্তজার মতো তারকা খেলোয়াড়রা অন্তুত টানা দুবছর একটি দলের হয়ে খেলতে পারেন সে দাবি জানান তারা।

ভারতের মহেন্দ্র সিং ধোনি, রোহিত শর্মা, বিরাট কোহলিরা একই দলের হয়ে বেশ কয়েক বছর খেলে থাকেন। কিন্তু বিপিএলে এমন সুযোগ নেই।

সম্প্রতি মুশফিকুর রহিমের সঙ্গে ইনস্টগ্রামে আলাপকালে তামিম ইকবাল বলেন, ‘আমি টানা দুবছর কুমিল্লা ভিক্টোরিয়ানসের হয়ে খেলেছি। প্রথম বছর, দলের জন্য তেমন টানই অনুভব করিনি। কিন্তু দ্বিতীয় বছর, আমার মনে হয়েছে দলটি আমার।’

তিনি আরো বলেন, ‘বিপিএল আমাদের খেলোয়াড়দের জন্য একটি বিশাল মঞ্চ, এটিকে আমাদের কাজে লাগাতে হবে। আমি সত্যিই অনুভব করি যে, আমরা খেলোয়াড়রা যদি নির্দিষ্ট দলের হয়ে দীর্ঘমেয়াদে খেলতে পারি, তাহলে দল ও ভক্তদের সঙ্গে আমাদের আরো শক্তিশালী বন্ধন তৈরি হবে।’

তামিম বলেন, ‘আইপিএলের দিকে তাকান, আপনি এই ধরনের ধারাবাহিকতা দেখতে পাবেন। ধোনি চেন্নাইয়ের হয়ে এবং রোহিত শর্মা মুম্বাইয়ের হয়ে খেলছেন। এতে মূলত ভক্ত ও সমর্থকদের জন্য সহায়ক হয় এবং প্রিয় খেলোয়াড়দের প্রতি শ্রদ্ধা রাখতে পারে।’

খেলোয়াড়দের কাছ থেকে সেরা পারফরমেন্স বের করে নিতে দীর্ঘ সময়ের জন্য তাদের সঙ্গে চুক্তি করার আহ্বান জানিয়ে তামিম বলেন, ‘ বিপিএলে যেহেতু আমরা দ্রুত দল পরিবর্তন করি, ফলে টিম ম্যানেজমেন্ট-খেলোয়াড় সম্পর্কে ভালো জানাশোনা হয়না। আমি মনে করি কর্তৃপক্ষ যদি এমন কোনো নির্দেশ দেন যেন খেলোয়াড়রা অন্তত তিন বছরের জন্য নির্দিষ্ট একটা দলের সঙ্গে চুক্তিবদ্ধ থাকবেন। এতে খেলোয়াড়দের দায়বদ্ধতা বাড়বে।’

এ ব্যাপারে মুশফিক বলেন, ‘প্রতি বছর নতুন দলে যাওয়া, নতুন ম্যানেজমেন্ট, খেলোয়াড়দের সঙ্গে মানিয়ে নিয়ে থিতু হওয়া খুবই কঠিন। আমি সবসময়ই চিন্তা করি, যদি একটি দলের হয়ে দীর্ঘ সময় খেলতে পারি, আমি মানসিকভাবে উপকৃত হতাম।’