নিরপেক্ষ ভেন্যুতে খেলো, নয়তো বাতিল হবে প্রিমিয়ার লিগ!

লিগ ম্যানেজার্স অ্যাসোসিয়েশনের (এলএমএ) প্রধান নির্বাহী রিচার্ড বেভান হুঁশিয়ারি দিয়ে জানিয়েছেন, নিরপেক্ষ ভেন্যুতে খেলতে রাজী না হলে বাতিল হতে পারে ইংলিশ প্রিমিয়ার লিগ। ২০১৯-২০ মৌসুমের বাকি ম্যাচগুলো নিরপেক্ষ ভেন্যুতে খেলতে ক্লাবগুলোর আপত্তিতে হুঁশিয়ারি বেভানের।

করোনাভাইরাসের কারণে থেমে যাওয়া ২০১৯-২০ মৌসুমের বাকি আছে মোট ৯২টি ম্যাচ। ম্যাচগুলো নিজ মাঠে না খেলে অন্যের মাঠে খেলার নির্দেশনা দিয়েছে ব্রিটিশ সরকার।

‘সরকার পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছে ঘনবসতিপূর্ণ এলাকায় খেলা হলে সামাজিক দূরত্ব নিশ্চিতকরণ ও জনস্বাস্থ্য হুমকির মুখে পড়ে যাবে। আগামী সোমবার এ নিয়ে ভোটাভুটি করবে ক্লাবগুলো।’ বিবিসি রেডিওতে এমনই জানিয়েছেন বেভান।

অবনমন অঞ্চলে থাকা দুই দল অ্যাস্টন ভিলা ও ব্রাইটনের আপত্তি সবচেয়ে বেশি। অ্যাস্টন ভিলার প্রধান নির্বাহী ক্রিস্টিয়ান পার্সলো উল্টো হুঁশিয়ারি দিয়ে বলেছেন, নিজ মাঠে খেলা না হলে অবনমনের ঝুঁকিতে পড়বে দল। আর অবনমন হয়ে গেলেই ২০০ মিলিয়ন পাউন্ড ক্ষতি হবে ক্লাবটির।