ব্রাজিলের তিন ফুটবলার করোনায় আক্রান্ত

ব্রাজিলিয়ান ক্লাব ফ্লামেঙ্গোর তিন ফুটবলার করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তবে তাঁদের একজনের মধ্যেও কোভিড-১৯-এর কোনো লক্ষণ দেখা যায়নি।

কোপা লিবের্তাদোরেস চ্যাম্পিয়ন ক্লাবটির পক্ষ থেকে এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত হয়েছে। তারা জানিয়েছে, ক্লাবটির ফুটবলার, তাঁদের পরিবার ও বাসায় কাজ করা লোকসহ মোট ২৯৩ জনের কোভিড-১৯ পরীক্ষা করানো হয়। এর মধ্যে ৩৮ জনের করোনা পজিটিভ এসেছে। যাতে তিনজন ফুটবলার রয়েছেন। অবশ্য ফুটবলারদের পরিচয় জানায়নি রিও দে জেনেইরোর ক্লাবটি।

অবশ্য সারা বিশ্বে অনেক ফুটবলারই করোনায় আক্রান্ত হয়েছেন। ইতালিতেই যা সবচেয়ে বেশি। আক্রান্ত হয়েছেন জুভেন্টাসের ড্যানিয়েল রুগানি, মাতুদি, দিবালার মতো খেলোয়াড়ররা।

এ ছাড়া জার্মান লিগ বুন্দেসলিগাও পেয়েছে করোনার দুঃসংবাদ। দুই বিভাগের মোট ৩৬টি ক্লাবের এক হাজার ৭২৪ জন ফুটবলার ও কোচিং স্টাফদের কোভিড-১৯ পরীক্ষা করা হয়। এরমধ্যে ১৩ জনের মতো করোনা পজিটিভ আসে। আক্রান্তদের ১৪ দিনের কোয়ারেন্টিনে পাঠানো হয়। পরপর দুবার করোনা পরীক্ষার ফল নেগেটিভ এলেই খেলোয়াড়রা খেলায় অংশ নিতে পারবেন বলে জানায় ডিএফএল।

করোনায় আক্রান্ত দেশগুলোর তালিকায় অন্যতম ব্রাজিল। দেশটিতে এখন পর্যন্ত এক লাখ ২৬ হাজার মানুষ করোনায় আক্রান্ত। যার মধ্যে মারা গেছেন সাড়ে আট হাজারেরও বেশি মানুষ।