ফুটবলে ‘বদলি বাড়ানোর’ নতুন নিয়ম

ক্লাব ফুটবলে ‘বদলি বাড়ানোর’ নতুন নিয়মের অনুমোদন পেয়েছে ফিফা। শুক্রবার ম্যাচে বদলি খেলোয়াড় তিন থেকে বাড়িয়ে পাঁচজন করার সিদ্ধান্ত জানিয়েছে বিশ্ব ফুটবলের অভিভাবক সংস্থাটি। শুধুমাত্র চলতি মৌসুমেই, অর্থাৎ ২০১৯-২০ মৌসুমের ক্ষেত্রেই এটি আপাতত প্রযোজ্য।

বদলি খেলোয়াড়ের নিয়ম পরিবর্তনে মহামারী করোনাভাইরাসের ভূমিকা আছে। করোনা পরবর্তী বিশ্বে অনেককিছুই আগের মতো থাকবে না। থমকে থাকা খেলাধুলার জগতে কতটা পরিবর্তন আসবে তা সময়ই বলবে। আপাতত যাত্রা শুরু হল ফিফার পদক্ষেপের মধ্য দিয়ে।

করোনার পরে ফুটবল মৌসুম আবারও যখন মাঠে গড়াবে, ক্লাব-দেশগুলোকে পড়তে হবে ব্যস্ত সূচিতে। তাতে খেলোয়াড়দের উপর চাপ-চোট দুটিরই প্রভাব বাড়তে পারে। সেটা কমাতে ফিফার এই তিনের পরিবর্তে পাঁচ বদলির সিদ্ধান্ত।

সঙ্কটের সময়ে পাঁচজন ফুটবলার বদলি নামানোর প্রস্তাব ফিফা আগেই দিয়েছিল। তা কার্যকরের জন্য সায় দিয়েছে আন্তর্জাতিক ফুটবল অ্যাসোসিয়েশন বোর্ড (আইএফএবি)। যে বোর্ডের কাজই ফুটবলের আইন প্রণয়ন করা।

ক্লাবপর্যায়ের সব ফুটবল ম্যাচে নতুন নিয়ম কার্যকর থাকবে। যেসব প্রতিযোগিতা চলতি বছরের মধ্যে শেষ করতে হবে, আপাতত সেসব ম্যাচের জন্য ফিফার প্রস্তাবে সাময়িক এই পরিবর্তনের পক্ষে সম্মত আইএফএবি। তবে চূড়ান্ত সিদ্ধান্তের সুযোগ থাকছে লিগগুলোর আয়োজক কমিটির কোর্টে।

মেসি-রামোসদের বার্সেলোনা-রিয়াল মাদ্রিদের স্প্যানিশ লা লিগা এরইমধ্যে নতুন নিয়মে খেলোয়াড় পরিবর্তনের পক্ষে সায় দিয়েছে।

ম্যাচে পাঁচ বদলির জন্য অবশ্য ধরাবাঁধা শর্ত থাকছে। পাঁচ বদলি করতে হবে তিনবারেই। মানে পাঁচবার খেলা থামানোর সুযোগ পাবে না কোনো দলই। তিনবার খেলোয়াড় বদল করার সময়েই একাধিক খেলোয়াড় বদলে পাঁচের কোটা পূরণ করতে হবে। সঙ্গে মৌসুম ফের মাঠে গড়ালে ভিএআর সিস্টেম চাইলে বন্ধ রাখতে পারবে লিগ কমিটি, এটাও ফিফার নতুন আপাত নিয়ম।