সেদিন ব্যাট হাতে রুবেলকে তেড়ে গিয়েছিলেন কোহলি!

ভারতীয় অধিনায়ক বিরাট কোহলির সামনে অনেক বোলারই অসহায়। তবে কোহলির চোখে চোখ রেখে বল করতে বেশ পটু বাংলাদেশি পেসার রুবেল হোসেন। এই দুজনের দ্বৈরথ কারোই অজানা নয়। মাঠের ক্রিকেটে দুজনের শরীরী ভাষা অন্তত তাই বলে। গতকাল শুক্রবার তামিমের লাইভে রুবেল জানালেন, কোহলির সঙ্গে এই দ্বৈরথের শুরুটা কোথায়।

রুবেলকে লাইভে তামিম প্রশ্ন করেন, ‘কোহলির সঙ্গে তোমার সব সময় কিছু না কিছু লেগে থাকে। অনেকদিন ধরেই দেখছি বিষয়টা। চোখাচোখি হয়, আউট করলে লাফালাফি, এটার কারণটা কী?’

জবাবে রুবেল বলেন, ‘আমরা একসঙ্গে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ খেলেছি। তখন থেকে ওর সঙ্গে একটু দ্বন্দ্ব লেগে আছে। সে তখন অনেক বেশি স্লেজিং করত। হয়তো জাতীয় দলে একটু কমেছে। দক্ষিণ আফ্রিকায় একটা ম্যাচ ছিল, ত্রিদেশীয় টুর্নামেন্টে। সে প্রচণ্ড স্লেজিং করছিল, আমাদের যে ব্যাটসম্যান নামছিল তাকেই গালাগাল করছিল। আমি ওকে আউট করার পর গালাগাল করেছিলাম। এরপর ও ব্যাটটা উল্টো করে ধরে ছিল আমার দিকে। আমাকে একটা গালি দিয়েছিল। তখন আমি ওর দিকে যাচ্ছিলাম, ও আমার দিকে তেড়ে আসছিল। এরপর আম্পায়ার এসে বিষয়টা সামলায়। তখন থেকেই ওর সঙ্গে আমার একটা দ্বন্দ্ব।  এরপর থেকে জাতীয় দলেও ওর সঙ্গে আমার দু-একবার বেধেছে। কিন্তু এর শুরুটা হয় অনূর্ধ্ব-১৯ থেকে।’