আমের ট্রাকে বাড়ি ফিরতে গিয়ে ৫ শ্রমিকের মৃত্যু

লকডাউনের মধ্যে আমের ট্রাকে করে বাড়ি ফেরার সময় ভারতের মধ্যপ্রদেশের নরসিংপুর গ্রামে ট্রাক উল্টে কমপক্ষে পাঁচ শ্রমিক নিহত হয়েছে। রোববার ভোরের ওই ঘটনায় আহত হয়েছে আরো ১৫ শ্রমিক।

জানা গেছে, ওই শ্রমিকরা ভারতের হায়দরাবাদ থেকে মধ্য প্রদেশের উদ্দেশে যাচ্ছিল। লকডাউনের কারণে কাজ না থাকায় তারা একটি আমের ট্রাকের করে বাড়ির উদ্দেশে রওনা দেয়।

নরসিংহপুর এসে চালক নিয়ন্ত্রণ হারালে ট্রাকটি উলটে যায়। এতে ঘটনাস্থলেই পাঁচজনের মৃত্যু হয়। আহত ১৫ শ্রমিককে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ, খবর এনডিটিভি।

ট্রাকে মোট ২০ পরিযায়ী শ্রমিক ছিল। কীভাবে ট্রাকটি উল্টে গেল, তা এখনো স্পষ্ট নয়। ভোরের দিকে চালক ঘুমিয়ে পড়াতেই দুর্ঘটনা কি না .পুলিশ তা খতিয়ে দেখছে পুলিশ। মৃতদের পরিচয় ও বাড়ির ঠিকানা জানার চেষ্টা চলছে।