আকবরের হাত ধরে বিশ্বকাপ জিতবে বাংলাদেশ, আশা মুশফিকের

কয়েক মাস আগেই পুরো দেশকে আনন্দের বন্যায় ভাসিয়েছিল বাংলাদেশ যুব দল। যে দলটির অধিনায়ক ছিলেন আকবর আলী। তাঁর নেতৃত্ব প্রশংসা কুড়িয়েছে সব মহলে। সাকিব আল হাসান-মাশরাফী বিন মোর্ত্তজারা যা পারেননি, তা করে দেখালেন আকবর।

এই আকবরকে ঘিরে ভবিষ্যতে মূল বিশ্বকাপ জয়ের স্বপ্ন দেখছে বাংলাদেশ। বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক মুশফিকুর রহিমের বিশ্বাস, আকবরের হাত ধরে এই সাফল্য আসতে পারে একদিন।

অসহায় মানুষকে সাহায্য করার জন্য নিজের প্রিয় ব্যাট নিলামে তুলেছেন মুশফিক। অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী অধিনায়ক আকবর আলীও ফাইনালের জার্সি ও গ্লাভস নিলামে তুলেছেন। দুই দলের দুই তারকা ক্রিকেটার গতকাল শনিবার ফেসবুক লাইভে এসেছেন। সেখানেই আকবরকে নিয়ে নিজের আশার কথা জানান মুশফিক।

আকবরের ভূয়সী প্রশংসা করে মুশফিক বলেন, ‘সত্যি  বলতে আকবরের বয়সে আমি এত ট্যালেন্ট ছিলাম না। যুব বিশ্বকাপের ফাইনালে ও যে ইনিংসটা খেলেছে, সেটা এক কথায় অসাধারণ। ওকে দেখে মনে হয়নি, সে অধিনায়ক। মনে হচ্ছিল সাধারণ একজন, যে খেলাটা শেষ করেই আসবে।’

আকবরের হাত ধরে একদিন বিশ্বকাপ জিতবে বলেও আশা বাংলাদেশ দলের সাবেক অধিনায়কের, ‘আকবর যেভাবে কথা বলে তাতে মনে হয় সে অনেক পরিণত। ও যতটুকু পেরেছে (অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জয়) আমি মনে করি তা কেবল শুরু। ইনশা আল্লাহ বাংলাদেশকে বিশ্বকাপ জেতাবে সে।’

লাইভ আলোচনায় মুশফিক-আকবরদের সঙ্গে যোগ দিয়েছিলেন কোচ নাজমুল আবেদীন ফাহিমও। আকবর সম্পর্কে তিনি বলেন, ‘আকবরের সঙ্গে আমার প্রথম পরিচয় সেই ফাইনাল ম্যাচের সময়। ওই রকম একটা সময়ে অধিনায়ক হিসেবে মাঠে গিয়ে অমন একটা ইনিংস খেলে দলকে জেতানো, এটা অভাবনীয় একটা বিষয়। ও বোধ হয় এমন একজন খেলোয়াড়, চাপের মুখেও যেটা করা দরকার সেটাই করতে পারে। এটা একটা বিরল গুণ। আমি আর একটা কথা বলতে চাই, যখন ফাইনাল জিতে সে ফিরল তারপর যে আচার-আচরণ সে দেখিয়েছে তাতে আমার মনে হয়েছে ও ভবিষ্যতে বড় মাপের একজন খেলোয়াড় হবে।’