উহানে আবার করোনাভাইরাস, নতুন ক্লাস্টারে চিন্তার ভাঁজ

চীনের হুবেই প্রদেশের যে শহর থেকে বিশ্বজুড়ে করোনাভাইরাস ডিজিজ বা কোভিড-১৯ ছড়িয়ে পড়েছিল, সেই উহান শহরে হঠাৎ করেই সন্ধান মিলেছে নতুন পাঁচ জন করোনা আক্রান্ত রোগীর।

অথচ মাস খানেক আগে সাড়ে তিন মাসের লকডাউন তুলে নিয়ে উহানকে করোনামুক্ত ঘোষণা করেছিল চীনা প্রশাসন।

করোনাভাইরাসের ফিরে আসার এই ঘটনা ভাইরাস বিশেষজ্ঞদের চিন্তায় ফেলে দিয়েছে। কারণ সংক্রমিত পাঁচ ব্যক্তির কারো জ্বর, সর্দি, কাশির মতো করোনার স্বাভাবিক উপসর্গ নেই। এরসঙ্গে যোগ হয়েছে নতুন একটি ক্লাস্টারের। যা ইতোপূর্বের করোনাভাইরাসের ক্ষেত্রে ছিল না৷

গতকাল রোববার উহানে সর্বপ্রথম ৮৯ বছর বয়সী এক বৃদ্ধা শরীরে কোভিড-১৯ শনাক্ত হয়। ওই বৃদ্ধার স্বামী করোনা আক্রান্ত হয়েছিলেন। এরপরই তিনি যে অ্যাপার্টমেন্টে থাকেন সেখানকার সব বাসিন্দার করোনা পরীক্ষা করে আরও ৪ জনের পজিটিভ পাওয়া যায়।

চীনে এখন পর্যন্ত ৮৩ হাজার মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন। যাদের মধ্যে ৪ হাজার ৬৩৩ জনের মৃত্যু হয়েছে।