করোনাভাইরাস মোকাবেলায় রাজ্যের সঙ্গে কেন্দ্রের রাজনীতির অভিযোগ মমতার

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে মুখ্যমন্ত্রীদের বৈঠকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি করোনাভাইরাস মোকাবেলায় রাজ্যের সঙ্গে কেন্দ্রের রাজনীতির অভিযোগ করেছেন।

তিনি বলেছেন: করোনাভাইরাস মোকাবিলায় নিজেদের সেরাটা করছে পশ্চিমবঙ্গ। কেন্দ্রীয় সরকারের এই নিয়ে রাজনীতি করা বন্ধ করা উচিত।

এদিন মমতা বলেন: ভাইরাস মোকাবিলায় আমরা আমাদের সেরাটা করছি। সঙ্কটের এই সময় কেন্দ্রীয় সরকারের রাজনীতি করা উচিত নয়। আমাদের চারিদিকে আন্তর্জাতিক সীমান্ত। ফলে আমাদের বিপদ অনেক বেশি।

সঙ্গে তিনি বলেন: সমস্ত সংবাদমাধ্যেমে রাজ্য সরকারের বিরোধিতা করে খবর প্রকাশিত হচ্ছে। এতে আমি অত্যন্ত ক্ষুব্ধ।

এসময় তিনি সব রাজ্যকে সমান গুরুত্ব দিতে আহ্বান জানান। কেন্দ্রকে আমার অনুরোধ যুক্তরাষ্ট্রীয় কাঠামোকে সম্মান করুন।

লকডাউন নিয়ে পরবর্তী সিদ্ধান্ত নিতে সোমবার প্রধানমন্ত্রীর সঙ্গে ভিডিও কনফারেন্সিংয়ে যুক্ত হন বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীরা।