কেমন কাটবে ইমন ও মমর ‘আগামীকাল’?

                              চিত্রনায়ক ইমন ও অভিনেত্রী জাকিয়া বারী মম।

পরিচালক অঞ্জন আইচ চিত্রনায়ক ইমন ও অভিনেত্রী জাকিয়া বারী মমকে নিয়ে নির্মাণ করেছেন ‘আগামীকাল’ চলচ্চিত্র। করোনার প্রভাব শুরু হওয়ার আগে শেষ হয়েছে ছবির শুটিং। আগামীকাল (১৪ মে) প্রকাশ হচ্ছে এ সিনেমার ফার্স্ট লুক। তবে মুক্তির বিষয়টি করোনা পরিস্থিতির মতোই অনিশ্চিত।

বিষয়টি নিয়ে এনটিভি অনলাইনকে ইমন বলেন, ‘করোনার প্রভাব শুরু হওয়ার আগেই আমরা ছবির শুটিং-ডাবিং শেষ করেছি। আগামীকাল (১৪ মে) ছবির ফার্স্ট লুক পোস্টার প্রকাশ করা হবে। তবে মুক্তির বিষয়টি নিয়ে এখনই কিছু বলা যাচ্ছে না। করোনার কারণে জীবনের মতোই অনিশ্চিত বাকি সব।’

ইমন আরো বলেন, ‘মমর সঙ্গে আমি অনেক কাজ করেছি। ক্যারিয়ারের শুরুতেই করেছিলাম দারুচিনি দ্বীপ, এরপর আমরা অনেক কাজই করেছি। সহশিল্পী হিসেবে আমাদের বোঝাপড়াটা অনেক ভালো। আমাদের কাজ এর আগে দর্শক পছন্দ করেছেন, এ কাজটিও পছন্দ করবেন বলে আশা করি।’

ছবির গল্প নিয়ে ইমন বলেন, ‘এটি একটি থ্রিলার ছবি। টানা টান উত্তেজনা নিয়ে ছবিটি দেখবেন দর্শক। ছবিতে আমি প্রচণ্ড ভালোবাসি নায়িকাকে। সব ছবিতেই নায়ক নায়িকাকে বা নায়িকা নায়ককে ভালোবাসে। তবে এই ছবির ভালোবাসার মধ্যে ভিন্নতা রয়েছে।’

ছবিটির পোস্ট প্রোডাকশনের কাজ ভারতে করা হয়েছে। বর্তমানে চলচ্চিত্রটি সেন্সর বোর্ডে জমা দেওয়ার অপেক্ষায় আছে।

‘আগামীকাল’ ছবিতে চারটি গান রয়েছে। শিগগিরই এগুলো প্রকাশ করা হবে বলে জানিয়েছেন নির্মাতা। অঞ্জন আইচের লেখা তিনটি গানের পাশাপাশি একটি রবীন্দ্রসংগীত রয়েছে। সুজন আরিফের সংগীত আয়োজনে গানগুলোতে কণ্ঠ দিয়েছেন কোনাল, সুজন আরিফ প্রমুখ।

অঞ্জন আইচের রচনা ও পরিচালনায় মাসুদ মঞ্চ ইন্টারন্যাশনালের ব্যানারে নির্মিত ‘আগামীকাল’ চলচ্চিত্রে ইমন-মম ছাড়াও অভিনয় করেছেন সূচনা আজাদ, শতাব্দী ওয়াদুদ ও টুটুল চৌধুরীসহ অনেকে।