ভারতে ৩০ জুন পর্যন্ত রেলের সব টিকিট বাতিল

আগামী ৩০ জুন পর্যন্ত ট্রেনের জন্য কাটা যাবতীয় টিকিট বাতিল করল ভারতীয় রেল। তবে এই নিয়ম কার্যকর হবে না শ্রমিক ট্রেন ও স্পেশাল ট্রেনের জন্য।

শুধুমাত্র লকডাউনের আগে ও লকডাউনের সময় মানুষ রেলওয়ের সাধারণ সূচী মোতাবেক যে টিকিট কেটেছিল, সেগুলিই বাতিল করা হয়েছে ৩০ জুন পর্যন্ত। এর জন্য টিকিটের পুরো টাকাই ফেরত দেবে রেলওয়ে কর্তৃপক্ষ।

২৫সে জুন থেকেই বন্ধ মেল, এক্সপ্রেস, প্যাসসেঞ্জার ও সাবার্বান ট্রেন পরিষেবা। পয়লা মে থেকে শুরু হয় শ্রমিকদের জন্য বিশেষ ট্রেন। ১২ তারিখ শুরু হয়েছে ১৫ জোড়া যাত্রীবাহী ট্রেন।

এছাড়াও রেল জানিয়েছে যে যারা করোনার আক্রান্তের ফলে ট্রেনে উঠতে পারবেন না, তাদের টিকিটের দাম ফেরত দেওয়া হবে। যদি একটি পিএনআরে অনেকে যাত্রা করছেন ও সেখানে একজনকে যেতে দেওয়া হল না, তখন যদি অন্যরাও না যেতে চান, তাহলে সবার টিকিটের দাম ফেরত দেবে রেলওয়ে।

এর আগে রেলওয়ে জানিয়েছে এবার থেকে বিশেষ ট্রেনের জন্য ওয়েটিং লিস্টের তালিকা বেরোবে। তবে এসি টিকিট মিলবে না। একই সঙ্গে কন্ট্যাক্ট ট্রেসিংয়ের জন্য যাত্রীরা গন্তব্যস্থলে গিয়ে কোথায় থাকবেন, সেটা জানিয়ে দিতে হবে।