বাংলাদেশের ক্রিকেটে যে পরিবর্তন এসেছে

২০১১ সাল থেকে দক্ষিণ আফ্রিকার জার্সিতে খেলছেন ফাফ দু প্লেসি। এই সময়ে বাংলাদেশের বিপক্ষে অনেক ম্যাচই খেলেছেন তিনি। বিশেষ করে গত তিনটি বিশ্বকাপে বাংলাদেশকে কাছ থেকে দেখেছেন তিনি। তাই বাংলাদেশের পরিবর্তনটা প্রোটিয়া তারকার চোখে স্পষ্ট। গতকাল বুধবার তামিম ইকবালের সঙ্গে লাইভে বাংলাদেশের পরিবর্তন তুলে ধরলেন দক্ষিণ আফ্রিকান ক্রিকেটার।

২০১১ সালে অভিষেকের পর প্রথম বাংলাদেশে বিশ্বকাপ খেলতে আসেন দু প্লেসি। সেবার শক্তিশালী প্রোটিয়াদের সামনে পাত্তাই পায়নি বাংলাদেশ। অথচ নয় বছরের ব্যবধানে বাংলাদেশ হয়ে উঠেছে শক্তিশালী দল। ২০১৯ বিশ্বকাপে সেই দক্ষিণ আফ্রিকা উড়িয়েই টুর্নামেন্ট শুরু করে লাল-সবুজের দল।

গতকাল দু প্লেসিকে তামিম প্রশ্ন করেন, ‘আচ্ছা ফাফ, তুমি তো সেই ২০১১ সাল থেকেই আমাদের দেখছ, খেলেছ অনেকবার। সেই অভিজ্ঞতার আলোকে আমাদের দল এখন কেমন?’

জবাবে দু প্লেসি বলেন, ‘বাংলাদেশ আগের চেয়ে অবশ্যই দল হিসেবে অনেক সমৃদ্ধ।’

এরপর ব্যাখ্যা করে প্রোটিয়া তারকা বলেন, ‘বাংলাদেশ এখন আর হাতে গোনা কয়েকজনের ওপর নির্ভরশীল দল নয়। বেশ কজন পারফরমার উঠে এসেছেন। দলের পারফরম্যান্সও ভালো হচ্ছে। আগে আমাদের বিপক্ষে কাজ ছিল তোমাদের দুই তিনটা উইকেট নেওয়া। কিন্তু এখন তোমাদের সবাইকে নিয়ে ছক কষতে হয়। তোমাদের অনেক ভালো খেলোয়াড় আছেন। এখন তোমাদের সঙ্গে খেলাটা বেশ কষ্টকর।’

এ ছাড়া বাংলাদেশের বোলিং নিয়ে দু প্লেসি বলেন, ‘আগে বোলিংটা ছিল স্পিননির্ভর। এখন ভালোমানের স্পিনার চলে এসেছে। পাশাপাশি পেসাররাও ভালো করছে। এটা তোমাদের জন্য ভালো হয়েছে। কারণ উপমহাদেশের বাইরে খেলতে গেলে সিমারদের কার্যকরিতা দরকার।’

২০১৫ বিশ্বকাপে বাংলাদেশের পারফরম্যান্স দেখে মুগ্ধ হয়েছেন দু প্লেসি। তিনি বলেন, ‘বিশ্বকাপে আমি ভাবিনি তোমরা এত ভালো খেলবে। আমি ভেবেছিলাম তোমরা ভালো খেলবে কিন্তু এত ভালো খেলবে যে সেটা ভাবিনি। তোমরা পুরো টুর্নামেন্টের ধারাবাহিক দল ছিলে। তোমাদের ব্যাটিং ছিল দুর্দান্ত।’