করোনা আক্রান্ত কোচের পাশে বিসিবি

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে রাজধানীর মুগদা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন সাবেক ক্রিকেটার ও বাংলাদেশ নারী দলের সাবেক সহকারী কোচ আশিকুর রহমান। দুঃসময়ে তার পাশে আছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সব ধরনের সহযোগিতাই করা হচ্ছে বোর্ডের পক্ষ থেকে।

বিসিবির প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী সার্বক্ষণিক খোঁজ-খবর নিচ্ছেন করোনা পজিটিভ আশিকের। বৃহস্পতিবার তিনি জানালেন, কিছুক্ষণ আগেও কথা হয়েছে। সে তো ক্রিকেটেরই মানুষ। আমাদের ক্রিকেট পরিবারেরই একজন। যত সহযোগিতা লাগবে সেটি আমরা করবই, করছিও।

‘আশিকের শারীরিক অবস্থা আগের চেয়ে এখন ভালো। আশা করি দ্রুত সুস্থ হয়ে যাবে। শুধু আশিক নয়, ক্রিকেট সংশ্লিষ্ট সবার সঙ্গেই আমরা এই পরিস্থিতিতে থাকার চেষ্টা করছি। আমরা চেষ্টা করব সবসময় সবার পাশে থাকতে।’

গত এক সপ্তাহেরও বেশি সময় ধরে জ্বর, ঠাণ্ডা ও বুকে ব্যথা অনুভব করে আসছিলেন আশিক। শনিবার মুগদা হাসপাতালে তার করোনা পরীক্ষা করানো হয়। রোববার পরীক্ষার ফল পজিটিভ আসে। মঙ্গলবার বিকেলে তাকে মুগদা হাসপাতালে ভর্তি করানো হয়।