ইংল্যান্ডে বুলেট গতিতে সিরিজ খেলে আসতে চায় পাকিস্তান

মাত্র ২৮ দিনে তিনটি করে টেস্ট ও টি-টুয়েন্টি খেলার জন্য ইংল্যান্ডকে প্রস্তাব দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

এক ভিডিও প্রেজেন্টেশনের মাধ্যমে পিসিবি দেখিয়েছে সিরিজটি কীভাবে ঝটপট আয়োজনের সারা সম্ভব। বোর্ডটির পক্ষ থেকে জানানো হয়েছে, জৈব নিরাপত্তা নিশ্চিত করা গেলে দ্রুত সময়ই সিরিজ আয়োজন সম্ভব।

পিসিবির প্রস্তাব অনুযায়ী ৫ আগস্ট থেকে শুরু হবে টেস্ট। শেষ টি-টুয়েন্টি হবে ১ সেপ্টেম্বর। সবগুলো ম্যাচ হবে অ্যাগেস বল কিংবা ওল্ড ট্র্যাফোর্ডে। তবে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ খেলা শেষ হলেই ভেন্যু নিশ্চিত করা হবে।

পিসিবির প্রধান নির্বাহী ওয়াসিম খান জানিয়েছেন, দুই দেশের বোর্ডের মধ্যে আলোচনার পর তিনি বেশ আশাবাদী। যে জাতীয় দলকে আবারও মাঠে ফেরানো যাবে। পরিকল্পনায় আছে বিশেষ ভাড়া করা বিমানে ২৫ পাকিস্তানি ক্রিকেটারকে উড়িয়ে নেয়া হবে ইংল্যান্ডে। এরপর ১৪ দিন কোয়ারেন্টাইনে থাকার পর খেলতে নামবেন তারা।

শুধু হোটেলই নয়, ক্রিকেটারদের জন্য আলাদা যাত্রাপথ, প্রত্যেক দলের আলাদা অনুশীলন নেট, আলাদা ড্রেসিংরুমের কথা বলা হয়েছে। প্রতিটি টেস্টের মাঝে সর্বোচ্চ তিন থেকে চারদিন বিরতি পাবেন ক্রিকেটাররা। টি-টুয়েন্টি সিরিজ শেষ করতে হবে পাঁচদিনের মধ্যে।