ম্যানসিটির চ্যাম্পিয়ন্স লিগ নিষেধাজ্ঞার শুনানি জুনে

ভালো খবর তো নয়, আবার একেবারে খারাপ খবরও নয়। ক্রীড়া আদালত থেকে যা চেয়েছিল তা খানিকটা পেয়েছে ইংলিশ ক্লাব ম্যানচেস্টার সিটি। চ্যাম্পিয়ন্স লিগে দুই বছরের নিষেধাজ্ঞার ব্যাপারে জুনের ৮ তারিখ তিন দিনের শুনানিতে বসতে পারবে ক্লাবটি।

ফিন্যান্সিয়াল ফেয়ার প্লে ভাঙার অপরাধে দুই বছরের জন্য চ্যাম্পিয়ন্স লিগ থেকে নিষিদ্ধ হয়েছে ম্যানসিটি। আগামী মৌসুম থেকে কার্যকর হবে নিষেধাজ্ঞা। সেটাকে একবছরে কমিয়ে আনা যায় কিনা তার চেষ্টা চালিয়ে যাচ্ছে ক্লাবটি।

এ ব্যাপারে যথেষ্ট আত্মবিশ্বাস আছে ক্লাবটির। তাদের বিশ্বাস নিরপেক্ষ শুনানি হলে অবশ্যই নিজেদের নির্দোষ প্রমাণ করতে পারবে ম্যানসিটি।

শুনানির দিনটি তাই যথেষ্ট উষ্ণভাবেই গ্রহণ করা হয়েছে ম্যানসিটির পক্ষ থেকে। যত দ্রুত শুনানি হবে তত দ্রুতই নিজেদের নির্দোষ প্রমাণ করা যাবে বলে বিশ্বাস সিটিজেনদের।