জুনে শুটিং, ঈদুল আজহায় ‘ত্রিভুজ’

দীপংকর দীপন, সৈকত নাসির ও অনন্য মামুন, এই তিন নির্মাতা মিলে নির্মাণ করছেন চলচ্চিত্র ‘ত্রিভুজ’। আগামী ঈদুল আজহায় ছবিটি মুক্তি দেওয়া হবে। জুনে শুরু হচ্ছে নতুন এই চলচ্চিত্রের শুটিং।

প্রযোজনা প্রতিষ্ঠান সেলেব্রিটি প্রডাকশন হাউজ থেকে ছবিটি প্রযোজনা করা হবে বলে জানিয়েছেন পরিচালক অনন্য মামুন।

মামুন বলেন, ‘একটা সময় ছিল, যখন কাজ শেষ করে বাসায় ফেরার একটা তাড়া কাজ করত। পরিবারকে আমরা ঠিকমতো সময় দিতে পারতাম না। সময়মতো বাসা থেকে বের না হলে সারা দিনের কাজ শেষ করা যেত না। প্রেমিক-প্রেমিকা সপ্তাহে অন্তত একদিন দেখা না হলে, হাতটি ধরতে না পারলে মনে হতো প্রেমই হচ্ছে না। অথচ আজ আমরা সবাই ঘরবন্দি, পরিবারের সঙ্গে পুরোটা সময় থাকছি, সন্তানকে ভালোবাসা দিচ্ছি। অনেকে ঘরে বসেই সব কাজ করছি। প্রেমিক-প্রেমিকার দেখা না হলেও প্রেমে বাধা পড়ছে না।’

‘অন্যদিকে ডাক্তার, পুলিশ, সাংবাদিকদের আমরা তিরস্কার করেছি। অথচ করোনার এই সময়ে এসে তাদেরকেই হিরো বলছি, তাদের নিয়ে গর্ব করছি। উন্নত জীবনের আশায় ডাক্তার সন্তানটিকে দেশের বাইরে পাঠিয়ে আজ নিজেই সঠিক চিকিৎসা পাচ্ছে না মা-বাবা। করোনার এই সময়ে আমাদের জীবনে অনেক পরিবর্তন এসেছে। এসব আমরা ত্রিভুজ চলচ্চিত্রের গল্পে তুলে ধরার চেষ্টা করব,’ যোগ করেন অনন্য মামুন।

ঈদুল আজহায় ছবিটি মুক্তি পাবে জানিয়ে মামুন বলেন, ‘আগামী মাসেই শুটিং করার পরিকল্পনা করেছি। স্বাস্থ্যবিধি মেনে সবাইকে সুরক্ষিত রেখেই আমরা শুটিং করব। ঈদ পর্যন্ত সিনেমা হল না খোলার সম্ভাবনা রয়েছে। আবার খুললেও হলে মানুষ আগের মতো নাও যেতে পারে। সেক্ষেত্রে বিকল্প মুক্তির চিন্তা করছি। আমরা চাই সিনেমা হলে ছবিটি মুক্তি দিতে। সমস্যা হলে আমরা অনলাইন প্ল্যাটফর্মে মুক্তির চিন্তাও করে রেখেছি।’

মামুন আরো বলেন, ‘অনেকেই মনে করতে পারেন আমরা মোবাইলে শুট করব, বিষয়টি এমন নয়। এটি একটি মূল ধারার পরিপূর্ণ চলচ্চিত্র। বড় আয়োজনে ছবিটির শুটিং হবে। গল্পে করোনার প্রভাব থাকলেও মেকিংয়ে এর কোনো প্রভাব থাকবে না।’

অনন্য মামুনের গল্প-ভাবনায় এর চিত্রনাট্যে মামুনসহ আছেন ইশতিয়াক আহমেদ ও পাপ্পুরাজ। মূল ধারার অভিনয়শিল্পীরা এতে অভিনয় করবেন বলেও জানিয়েছেন অনন্য মামুন।