করোনায় মারা গেলেন ব্যান্ড তারকা ক্রিস

জনপ্রিয় মার্কিন সংগীতশিল্পী, ‘ড্রিম স্ট্রিট’ ব্যান্ড তারকা ও অভিনেতা ক্রিস ট্রুসডেল আর নেই। পত্রপত্রিকার খবর, করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মাত্র ৩৪ বছর বয়সে মারা গেছেন ক্রিস।

তবে ক্রিসের ম্যানেজার আমান্দা স্টেফান তাঁর বিবৃতিতে করোনাভাইরাসের কথা উল্লেখ করেননি। বিবৃতিতে আমান্দা জানান, গত ২ জুন অপ্রকাশিত অসুস্থতায় মারা যান ক্রিস ট্রুসডেল। বিশ্বজোড়া তাঁর ভক্ত, বন্ধু ও পরিবার তাঁকে আন্তরিকভাবে স্মরণ করবে। ভারতের সংবাদমাধ্যম ফ্রি প্রেস জার্নালের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

আমান্দার বিবৃতিতে অসুস্থতা অপ্রকাশিত হলেও যুক্তরাজ্যের ট্যাবলয়েড ডেইলি মেইলের প্রতিবেদনে দাবি, ক্রিস তাঁর এক আত্মীয়ের সংস্পর্শে করোনাভাইরাসে সংক্রমিত হন। ভ্যারাইটি ম্যাগাজিনের প্রতিবেদনে বলা হয়েছে, তাঁর সাবেক ব্যান্ডমেট জেসি ম্যাককার্টনি জানিয়েছেন, করোনাভাইরাস-সংক্রান্ত জটিলতায় মারা গেছেন ক্রিস।

ক্রিস ট্রুসডেল অভিনয়ও করতেন, মাত্র ৮ বছর বয়সে তিনি মঞ্চে পারফর্ম শুরু করেন। অ্যাশলে টিসডেলের সঙ্গে ‘লেস মিসারেবলস’ নামের ট্যুরে অংশ নেন। ব্যান্ড দল ড্রিম স্ট্রিট ভাঙার পর তাঁকে ‘শেক ইট আপ’ ও ‘অস্টিন অ্যান্ড অ্যালি’র মতো টিভি শোতেও দেখা যায়।