মিরপুরে ব্যক্তিগত অনুশীলনের অনুমতি মেলেনি ক্রিকেটারদের

লকডাউন তুলে নেওয়া হলেও কবে নাগাদ ক্রিকেটাররা মাঠে নামতে পারবেন, এর নির্দেশনা এখনও আসেনি। তবে ঘরে বসে বসে পুরোদমে অনুশীলনও করা যাচ্ছে না ঠিকমতো। তাই মিরপুর স্টেডিয়ামে ব্যক্তিগত অনুশীলনের সুযোগ চেয়েছিলেন শীর্ষ ক্রিকেটাররা। কিন্তু জীবানুনাশকের ব্যবস্থা না থাকায় এই অনুরোধ নাকচ করে দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

অনুশীলন করতে চেয়ে আবেদন করাদের মধ্যে অন্যতম নামটি ছিল মুশফিকুর রহিমের। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী-ই জানালেন এর সত্যতার কথা। ক্রিকবাজকে বলেছেন, ‘মুশফিক আমাদের সঙ্গে যোগাযোগ করেছিল। যাতে সে ব্যক্তিগতভাবে অনুশীলন শুরু করতে পারে। কিন্তু তাকে আমরা বলে দিয়েছি, পরিস্থিতিটা এখনও নিরাপদ নয়। তাই তার বাসাতেই অনুশীলন চালিয়ে যাওয়া উচিত। অনুশীলন অবশ্যই গুরুত্বপূর্ণ, তবে খেলোয়াড়দের সুরক্ষা আরও বেশি গুরুত্বপূর্ণ।’

নিজামউদ্দিন জানিয়েছেন, শুধু মুশফিকই নন, আরও কয়েকজন ক্রিকেটার এভাবে অনুশীলনের অনুমতি চেয়েছিলেন, ‘আরও কয়েকজন এভাবে অনুশীলন করা যায় কিনা, তা জানতে চেয়েছিলেন। কিন্তু সবার জন্য আমাদের বার্তাটা একই, আগে আমরা নিজেদের অঙ্গনটা জীবানুনাশ করতে চাই। কিন্তু সেটা এখনও করা হয়নি।’

সরকার লকডাউন তুলে নিয়েছে ৩১ মে থেকে। তবে বিসিবি কার্যক্রম পরিচালনা করছে সীমিত পরিসরেই। এই অবস্থায় খেলায় ফিরতে তড়িঘরি কোনও সিদ্ধান্ত নিতে চায় না বিসিবি, ‘আমাদের পুরো পরিস্থিতিই বিবেচনায় রাখতে হবে। চাইলেই দ্রুত কিছু করতে পারি না। অনেক দেশেই তাদের কার্যক্রম শুরু করেছে, আমরাও চাই। তবে এই মুহূর্তে নির্দিষ্ট করে কিছু বলতে পারছি না।’